ধোনি কেন নয় নম্বরে ? সমালোচনার জবাব দিলেন চেন্নাই কোচ ফ্লেমিং

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- উইকেটের পিছনে দাঁড়িয়ে তড়িৎগতিতে স্টাম্প করছেন সেই আগের ছন্দেই ৷ কিন্তু ব্যাটিংয়ের কথা উঠলেই খানিকটা ব্যাকফুটে মহেন্দ্র সিং ধোনি ৷ তাঁর নামের সঙ্গে জুড়ে থাকা ‘ফিনিশার’ তকমা সঠিক প্রয়োগ হচ্ছে না ৷ আইপিএলে ব্যাট হাতে মাহি চেনা ছন্দে ধরা দেননি বহুদিন হল ৷ তেতাল্লিশের ধোনি আরও বেশি করে সমালোচিত হচ্ছেন চলতি আইপিএলের দ্বিতীয় ম্য়াচে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্য়াচে ন’য়ে ব্য়াটিং করতে নামায় ৷ এর নেপথ্য কারণ জানতে চেয়ে সোশাল মিডিয়ায় শুরু হয় সমালোচনা ৷ সেই সমালোচনারই জবাব দিলেন চেন্নাই সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং ৷

ধোনি কেন আরসিবি’র বিরুদ্ধে ন’য়ে নেমেছিলেন তার ব্য়াখ্যায় সিএসকে’র কিউয়ি কোচ তুলে ধরেছেন বিশ্বজয়ী অধিনায়কের বয়সজনিত জটিলতার কথা ৷ ফ্লেমিং জানান, টানা দশ ওভার পুরোদমে ব্য়াটিং করা ধোনির পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় ৷ তাই ম্য়াচের পরিস্থিতি অনুযায়ী প্রাক্তন অধিনায়ক তাঁর ব্য়াটিং অর্ডার বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ রবিবার অবশ্য গুয়াহাটিতে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে সাতে নেমেছিলেন ধোনি ৷ যখন তাঁর দলের 25 বলে 54 রান দরকার ছিল ৷ তবে 11 বলে 16 করে ডাগআউটে ফিরে যান পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক ৷

ম্য়াচের পর সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং বলেন, “এটা সময়ের ব্যাপার ৷ এমএস নিজেই সমস্তটা অনুধাবন করছে ৷ ওর শরীর, ওর হাঁটু আগের অবস্থায় নেই ৷ ও চলাফেরা করছে ঠিকই, কিন্তু এখানে নিউট্রিশনের ব্যাপার রয়েছে ৷ ও টানা 10 ওভার পুরোদমে দৌড়ে ব্যাটিং করতে পারবে না ৷ তাই সেদিন ও হিসেব করেই নেমেছিল ৷”

আরও পড়ুন:- এপ্রিল ফুল! কেন ১ এপ্রিল মানুষকে বোকা বানানো হয় ? জেনে নিন দারুন ইন্টারেষ্টিং কাহিনী

ফ্লেমিং রয়্য়ালস ম্যাচ শেষে রবিবার আরও বলেন, “যদি ওই ম্য়াচ আজকের ম্য়াচের মতো পরিস্থিতিতে থাকত হয়তো ধোনি একটু উপরে ব্য়াট করতে আসত ৷ তাছাড়া তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দিচ্ছে ও ৷ সবমিলিয়ে ও পুরোটা ভারসাম্য রাখার চেষ্টা করছে ৷ আমি গতবছরেও বলেছি নেতৃত্বদানের ক্ষমতা, উইকেটকিপিং, 9-10 ওভার ব্য়াটিং; সবমিলিয়ে ধোনি আমাদের কাছে ভীষণ মূল্যবান ৷”

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের পর রবিবার অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্য়ালসের কাছেও হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে ৷ 183 রান তাড়া করতে নেমে গুয়াহাটিতে এদিন ছ’রানে ম্য়াচ হারে সিএসকে ৷ টান দু’টি ম্যাচ হেরে লিগ টেবিলে সাতে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷

আরও পড়ুন:- যে সংস্থায় কাজ করেন তার বাথরুম ভাড়া নিলেন তরুণী, কেন? জানলে চমকে যাবেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন