Bangla News Dunia, Pallab : মায়ানমারের ভয়াল ভূমিকম্পের রেশ গিয়ে পড়েছে পড়শি দেশ থাইল্যান্ডেও। দু’দেশেই যেন পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই ধ্বংসলীলার মধ্যেও ব্যাংককের রাস্তায় ফুটফুটে সন্তানের জন্ম দিলেন এক তরুণী। তীব্র কম্পনের (Earthquake) পর তাকে বের করা হয় হাসপাতাল থেকে। এরপর রাস্তায় খোলা আকাশের নিচে ভূমিষ্ট হয় ফুটফুটে একরত্তির।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
ভূমিকম্পের ফলে ওই তরুণীকে হাসপাতাল (Hospital) থেকে নিয়ে আসা হয় রাস্তায়। সেখানে তার প্রসব বেদনা উঠলে তিনি খোলা আকাশের নিচে সন্তানের জন্ম দেন (Woman gives birth)। ভূমিকম্পের আতঙ্কের মধ্যে খুদের জন্মানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। এদিকে মা এবং সদ্যোজাতকে দেখভাল করছেন চিকিৎসকেরা। তারা ভালো রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, জোড়া ভূমিকম্পে ‘মৃত্যুনগরী’ মায়ানমার। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১০০২। আহত প্রায় ৩ হাজার। নিখোঁজ অনেকে। মৃত্যু আরও বাড়বে বলে আশঙ্কা জুন্টা সরকারের। ইতিমধ্যে পড়শি দেশে ১৫ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত। এই দুঃসময়ে মায়ানমারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সহায়তা পাঠিয়েছে রাশিয়া-চিনও। এদিকে ভাইরাল হয়েছে ব্যাংককের একটি ৩০ তলা বাড়ির তাসের ঘরের মতো ভেঙে পড়ার ভিডিও। ওই বাড়ি ভেঙে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শ-খানেক শ্রমিক।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন