Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যের বাজারে নকল ও ভেজাল ওষুধের রমরমা ঠেকাতে এবার কড়া পদক্ষেপ করছে সরকার । নবান্ন সূত্রে খবর, আগামী সপ্তাহেই রাজ্যের সমস্ত ওষুধের দোকান, ফার্মাসিস্ট এবং পাইকারি বিক্রেতাদের জন্য একটি বিস্তারিত নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্য দফতর । কোন কোন নিয়ম মানা আবশ্যিক, কী কী সতর্কতা নিতে হবে – সবকিছুই স্পষ্ট করে জানানো হবে ওই নির্দেশিকায় ।
সম্প্রতি নবান্নে এই নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক বসে । স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক জায়গা থেকে নকল ওষুধ উদ্ধার হওয়ার পর বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক আকার নিয়েছে । তদন্তে উঠে এসেছে, একশ্রেণির অসাধু ব্যবসায়ী বিপুল ছাড়ের টোপ দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন । এতে যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, তেমনই আস্থা হারাচ্ছেন সাধারণ ওষুধ ক্রেতারা । জানা গিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই নির্দেশিকাটি প্রকাশ করা হতে পারে । সেখানে স্পষ্টভাবে জানানো হবে, ওষুধ বিক্রেতাদের কী কী নিয়ম মানতে হবে ।
রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতার একাধিক ওষুধের দোকানকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, যদি কেউ প্রয়োজনীয় ওষুধ বেশি দামে বিক্রি করে, তাহলে তাঁদের লাইসেন্স বাতিল করা হতে পারে । এর পাশাপাশি রাজ্যের একাধিক জায়গায় রাজ্য ও কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ দফতরের যৌথ তল্লাশিতে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের ওষুধ বাজেয়াপ্ত হয়েছে ।
আরও পড়ুন:- AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন
নবান্ন সূত্রে খবর, এবার ওষুধের দোকানগুলিকে নির্দেশ দেওয়া হবে, তারা যেন ওষুধের প্যাকেটে থাকা কিউআর কোড স্পষ্টভাবে প্রদর্শন করে । যাতে ক্রেতারা স্ক্যান করে বুঝে নিতে পারেন, তাঁরা যে ওষুধ কিনছেন তা আসল কি না । স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনশোরও বেশি ওষুধকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে – এর মধ্যে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের ওষুধ, ইনহেলার প্রভৃতি রয়েছে ।
এই ওষুধগুলির বিস্তারিত তালিকার সঙ্গে কিউআর কোডও পাঠিয়ে দিয়েছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া । নির্দেশ দেওয়া হয়েছে, বাজারে ছাড়ার আগে ওষুধ যাচাই করে নিতে হবে । রাজ্যের ওষুধ নিয়ন্ত্রণ দফতর ইতিমধ্যেই দু’টি ফোন নম্বর (033-2225-2213 /033-2225-2214) প্রকাশ করেছে, যেখানে ফোন করে সাধারণ মানুষ নকল ওষুধ সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন ।
রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “নকল ওষুধ শুধু স্বাস্থ্য নয়, প্রাণের ঝুঁকিও বাড়ায় । তাই কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না ।”
আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন