Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের গুরু বৃহস্পতি ২২ এপ্রিল থেকে নানা শুভ যোগ তৈরি করছেন। ২১ জুন দুপুর ১টা ১৯ মিনিটে বৃহস্পতি মেষ রাশিতে ভরণী নক্ষত্রের দ্বিতীয় পর্বে প্রবেশ করেছেন। এবং আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন। পরে অশ্বিনী নক্ষত্রের প্রথম পর্বে প্রবেশ করবেন তিনি। গুরুর ভরণী নক্ষত্রে বসবাস করার ফলে অনেক রাশির মানুষ উপকৃত হন। আবার অনেক রাশির সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ফলে কোন রাশির মানুষেরা উপকার পাবেন তা জেনে নিন —
আরো পড়ুন :- তৈরি হচ্ছে মঙ্গল এবং শুক্রের যুতির ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
১. মেষ রাশি : বৃহস্পতি আপনার রাশির নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি এবং বর্তমানে এটি প্রথম ঘরে বসে আছেন। এর পাশাপাশি, ভরণী নক্ষত্রে প্রবেশ করে, তিনি পঞ্চম ঘরের দিকে দৃষ্টিপাত করছেন, যাকে ভাগ্যের ঘর বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে এই রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়িতে শান্তি বজায় থাকবে। সুনাম বাড়বে।
২. মিথুন রাশি : আপনার রাশিফলের সপ্তম এবং দশম ঘর বৃহস্পতি দ্বারা শাসিত হয়। এর পাশাপাশি বৃহস্পতি ভরণী নক্ষত্রে প্রবেশ করার ফলে এই রাশির অনেক ইচ্ছা পূরণ হতে পারে। হঠাৎ করে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে আপনার আগ্রহ বাড়বে। সেখান থেকেও রোজগার হতে পারে। বিবাহিত জীবনেও সুখ থাকবে।
৩. কর্কট রাশি: বৃহস্পতি কর্কট রাশির ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি। এই রাশির জন্য বৃহস্পতির নক্ষত্রের পরিবর্তন সুখ বয়ে আনতে পারে। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা সাফল্য পেতে পারেন। পাশাপাশি চাকুরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। তবে চিন্তা করে ব্যবসায় অর্থ বিনিয়োগ করুন।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
৪. তুলা রাশি : এই রাশির জন্য বৃহস্পতির ট্রানসিট দুর্দান্ত হতে চলেছে। নভেম্বর মাসের মধ্যে এই রাশির ব্যবসায় প্রচুর অগ্রগতির সুযোগ পাবেন। আর্থিক সুবিধা পাবেন দারুণ ভাবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ এবারে শেষ হবে। নতুন চাকরির খোঁজও পেতে পারেন।
৫. ধনু রাশি : বৃহস্পতির ভরণী নক্ষত্রে প্রবেশ, এই রাশির মানুষরা আর্থিক সুবিধার পাশাপাশি শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে ইনক্রিমেন্টের সঙ্গে পদোন্নতি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনেও প্রেম বাড়বে।
আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)