Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্রে শনিদেবকে ফলদাতা এবং ন্যায়ের অধিপতি বলা হয়। শনি নক্ষত্র পরিবর্তনের সময় সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে। শনিদেব যে মানুষ সংগ্রাম করে তাদের খুব ভালো ফল দেন। জ্যোতিষশাস্ত্রে রাহু ও শনিকে একই রকম ফল দেওয়ার কথা বলা হয়েছে।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
শনিদেব ২৪ নভেম্বর শতভিষাতে প্রবেশ করেছেন যা তাঁর বন্ধু রাহুর নক্ষত্র। এই নক্ষত্রটি কুম্ভ রাশির অধীনে আসে এবং রাহু দ্বারা শাসিত হয়। শনিদেবের এই নক্ষত্র পরিবর্তনের কারণে কিছু রাশির বন্ধ ভাগ্য খুলে যাবে। আসুন জেনে নেই এই সৌভাগ্যবান রাশি গুলি সম্পর্কে —
মেষ: শনিদেবের নক্ষত্র পরিবর্তনের কারণে মেষ রাশির ওপর এর সরাসরি প্রভাব পড়বে। এর শুভ প্রভাবের কারণে আপনার জীবনে সুখ আসবে। আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে। শনিদেবের কৃপায় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে।
বৃষ: বৃষ রাশির উপর শনির শুভ প্রভাবে কর্মজীবনে সাফল্য পেতে চলেছেন। আপনি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন। আপনার বিবাহিত জীবনে মধুরতা থাকবে। বিদেশ সফরে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এই রাশির মানুষরা ব্যবসায় লাভবান হবেন। স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সমস্যার অবসান ঘটবে।
সিংহ: শনির শুভ প্রভাবের কারণে সিংহ রাশি সব ক্ষেত্রেই সাফল্য পাবেন। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার বিবাহিত জীবন খুব সুন্দর হবে। ব্যবসায় প্রচুর সম্পদ অর্জিত হবে।
আরো পড়ুন :- বছরের শেষ সূর্যগ্রহণে তৈরি হবে অশুভ যোগ ! সমস্যায় পড়বে এই ৫টি রাশি
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)