Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- মঙ্গলকে নয়টি গ্রহের সেনাপতি হিসেবে জ্যোতিষশাস্ত্রে স্থান দেওয়া হয়েছে। কুণ্ডলীতে মঙ্গল গ্রহের অশুভ প্রভাব ব্যক্তির জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে। এটি সেই ব্যক্তির জীবনে প্রতিটি সমস্যা সৃষ্টি করে, তা পারিবারিক জীবন হোক বা সামাজিক জীবন হোক, আর্থিক বিষয় হোক বা স্বাস্থ্য খারাপ, মঙ্গলের কারণে সব কিছু নষ্ট হয়ে যায়। সেপ্টেম্বর মাসে হস্ত নক্ষত্রে মঙ্গল পাড়ি দিতে চলেছে। সূর্যকে এই নক্ষত্রের কর্তা মনে করা হয়। এমন পরিস্থিতিতে, এর প্রভাব সমস্ত রাশির উপরও দেখা যাবে। কিন্তু ১২টি রাশির মধ্যে ৪টি রাশির জন্য মঙ্গলের ট্রানজিটটি খুব শুভ কাকতালীয় ঘটনা নিয়ে আসছে। তবে চলুন এই ৪টি রাশি সম্পর্কে দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- মার্গী অবস্থানে যেতে চলেছে শুক্র ! ফলে ভাগ্য খুলবে ৩টি রাশির
মেষ রাশি :- মঙ্গল গ্রহের এই যাত্রা মেষ রাশির জন্য শত্রুর বিরুদ্ধে জয় এবং আইনি বিষয়ে সাফল্য বয়ে আনবে। তবে, এই সময়ে এই রাশির জাতকদের তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার।
মিথুন রাশি :- এই রাশির জন্য এটি ব্যবসায় দ্রুত উন্নতির সময় হবে। এই সময়ে পরিবার এবং পিতামাতার কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন। চাকুরীজীবীদের জন্যও এই সময়টি খুব শুভ হবে। সেই সঙ্গে অনেক টাকা হবে, এমন যোগও তৈরি হচ্ছে। আগামী দিনে হাতে প্রচুর অর্থও আসতে পারে।
কর্কট রাশি :- এই রাশির ব্যক্তিত্ব এই সময়ে আকর্ষণীয় হবে। এমতাবস্থায়, এই সময়ে ব্যক্তি সফলতার স্বাদ নেওয়ার সুযোগ পাবেন। এমনকী আপনার শত্রুরাও আপনার ক্ষতি করতে সক্ষম হবে না। পরিবারের পাশাপাশি বন্ধু ও আত্মীয়দের সহযোগিতা পাবেন এবং স্বাস্থ্য ভালো থাকবে।
বৃশ্চিক রাশি :- এই রাশি মঙ্গলের ট্রানজিটের সময় কাজের ক্ষেত্রের বিষয়ে অনেক সাহসী সিদ্ধান্ত নেবেন। তাঁদের কেরিয়ার দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাবে। এই সময় আত্মবিশ্বাস বাড়বে।
আরো পড়ুন :- রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)