Bangla News Dunia, Pallab : দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার (Justice Yashwant Varma) সরকারি বাংলো থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের (Cash recovered) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এতদিন এই ঘটনা নিয়ে কেন্দ্রের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে অবশেষে এপ্রসঙ্গে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
শুক্রবার এক সাক্ষাৎকারে অমিত শা বলেন, ‘আমাদের বিচারব্যবস্থায় এই ধরনের প্রশ্ন উঠলে, সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি কমিটি সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তদন্তের ফলাফল প্রকাশ্যে আনা হয়। এক্ষেত্রেও সুপ্রিম কোর্টের কমিটি তদন্ত করছে। আমার মনে হয়, এখন আমাদের কমিটির সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করা উচিত।’ পাশাপাশি তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিষয়টি বিবেচনা করে একটি কমিটি গঠন করেছেন। ঘটনার তদন্তের জন্য দিল্লি পুলিশ এবং দমকল বিভাগের কাছ থেকে নথি চাওয়া হয়েছে। সে সমস্ত নথি দেওয়া হয়েছে আদালতকে।’ কেন্দ্রের তরফে কমিটিকে তদন্তের জন্য পূর্ণ সহযোগিতা করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিচারপতি এ এস ওকার নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ বিচারপতি ভার্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দেয়। সেই সঙ্গে জানানো হয়েছে যে, অভ্যন্তরীণ তদন্ত শেষ হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ হোলির রাতে দিল্লিতে বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে আগুন লাগে। এরপরই দমকলকর্মীরা আগুন নেভাতে আসেন। সেই সময় আগুন নেভাতে গিয়েই ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। বিচারপতি সেইসময় শহরের বাইরে ছিলেন বলেই জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তের জন্য ৩ বিচারপতির কমিটি গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। সেই কমিটি এখনও পর্যন্ত ৫ পুলিশকর্মীর বয়ান রেকর্ড করেছে, যারা ১৪ মার্চের অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথম ঘটনাস্থলে পৌঁছেছিলেন। সেই সঙ্গে বিচারপতি ভার্মার তিনজন নিরাপত্তাকর্মী, দিল্লি দমকল বিভাগের প্রধান এবং তিনজন দমকলকর্মীর বয়ানও রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন