নতুনরা লক্ষীর ভান্ডার, বৃদ্ধ ভাতা ! বিধবা ভাতার টাকা কবে পাবেন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের মহিলাদের জন্য একটি জনহিতকর প্রকল্প চালু করেছেন পশ্চিমবঙ্গ সরকার, প্রকল্পটির নাম হল লক্ষীর ভান্ডার ( Lakshmir Bhandar) । এই প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক হাজার টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের মাসিক বারোশো টাকা দেওয়া হয়।

দুয়ারে সরকার ক্যাম্প হলে সেখানে আবেদন করার মাধ্যমে এবং সরকারের তরফ থেকে যাচাই করার পর রাজ্যের মহিলাদের এই অর্থ সাহায্য করা হয়। সাম্প্রতিককালের যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল সেখানে প্রচুর মহিলা লক্ষীর ভান্ডারের ( Lakshmir Bhandar) আবেদন করেছেন। ‌

কিন্তু তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে তা নিয়ে অনেকেই চিন্তিত। কিন্তু চিন্তার কোন‌ও কারণ নেই, কারণ এই প্রশ্নের উত্তর মিলবে বাড়িতে বসেই।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গুরুর মর্যাদা দিলেন এই দেশের প্রধানমন্ত্রী, একনজরে দেখে নিন

কবে থেকে পাওয়া যাবে লক্ষীর ভান্ডারের টাকা?

একুশের বিধানসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষীর ভান্ডার ( Lakshmir Bhandar) প্রকল্প চালু করেছিলো।‌

সেই সময় সাধারণ শ্রেনীর মহিলারা ৫০০ টাকা ও তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা দেওয়া হতো, কিন্তু পরবর্তীতে টাকার অঙ্ক বেড়ে যায়। ২০২৪ সাল থেকে টাকার অঙ্ক বেড়ে গিয়ে গিয়ে হয় ১০০০ ও ১২০০।

এরপর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমান আর‌ও কিছুটা বাড়ানো হবে কিন্তু তেমন কোন‌ও সুখবর এখন‌ও অবধি পাওয়া যায়নি।

তবে রাজ্যের লক্ষাধিক মহিলা ‌ লক্ষীর ভান্ডার ( Lakshmir Bhandar) প্রকল্পের সুবিধা পাচ্ছেন ‌ তাতেই তারা খুশি‌‌। সাম্প্রতিককালের যে দুয়ারে সরকার হয়েছে সেখানে প্রচুর মানুষ এই প্রকল্পে নতুন করে আবেদন করছেন।

তারা অনেকেই বুঝতে পারছেন না যে কবে থেকে তাদের একাউন্টে টাকা ঢুকবে? কিন্তু বাড়িতে বসেই এই প্রশ্নের উত্তর জানা সম্ভব।

কীভাবে লক্ষীর ভান্ডারের আবেদন পত্রের স্ট্যাটাস চেক করবেন ?

1) প্রথমে https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে

2) তারপর ‘ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করুন। এরপর অ্যাপ্লিকেশন আইডি / মোবাইল নাম্বার/ আধার কার্ড নম্বর / স্বাস্থ্যসাথীর নাম্বার – এই চারটির মধ্যে আপনি যে কোন একটি বিকল্প বেছে নিয়ে, সেটির তথ্য লিখে দিন।

3) এরপর নির্দিষ্ট একটি ক্যাপচা দেওয়া হবে ও সেই ক্যাপচা কোড লিখে সার্চ করলেই ৯ ডিজিটের একটি অ্যাপ্লিকেশন আইডি আসবে এবং সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস।

তৃতীয় বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই বাজেট পেশের দিকে অনেকের লক্ষ্য ছিলো, অনেকেই ভেবেছিলেন যে অন্যান্য বারের মতো এইবারও হয়ত বাজেট বৃদ্ধি করা হবে কিন্তু সেটা হয় নি। তবে সাধারণ মানুষ আশায় আছেন যে খুব শীঘ্রই লক্ষীর ভান্ডারের ক্ষেত্রে‌ একটি চমক আসতে চলেছে।

নতুনদের লক্ষীর ভান্ডার টাকা কবে দিবে:-

যে সকল আবেদনকারীরা নতুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেছেন বা শেষ দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারা এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না ।

আপনাদের আবেদনগুলো অনলাইনে এন্ট্রি করে আপ্রুভ হয়ে থাকবে। সরকার যখন লক্ষীর ভান্ডারের নতুন করে শূন্য পদ ঘোষণা করবে তখন একমাত্র নতুন যারা লক্ষীর ভান্ডারে আবেদন করেছেন তারা টাকা পাবেন ।

তবে মনে করা হচ্ছে ২০২৫ সালে এপ্রিল মাসে নতুন শূন্য পদ লক্ষীর ভান্ডার প্রকল্পে ঘোষণা হতে পারে সেই সময় নতুনরা টাকা পেতে পারেন ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন