Bangla News Dunia, Pallab : নতুন অর্থবর্ষের শুরুতে একলাফে অনেকটাই কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমেছে। ১ এপ্রিল অর্থাৎ আজ থেকেই নয়া দাম কার্যকর হয়েছে।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
এর ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৭২ ও দিল্লিতে ১ হাজার ৭৬২ টাকা। মুম্বইয়ে নতুন দাম ১ হাজার ৭১৪ টাকা। চেন্নাইয়ে দাম ১ হাজার ৯২৪ টাকা। যদিও গৃহস্থালির কাজে ব্যবহৃত (ডোমেস্টিক) গ্যাস সিলিন্ডারের দাম কমেনি।
ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা কমানো হয়েছিল। এরপর মার্চে তা ৬ টাকা বৃদ্ধি পায়। এবার একধাক্কায় ৪১ টাকা কমল দাম। এর ফলে কিছুটা স্বস্তি হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ী মহলে।
বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামের ওঠানামা এবং অন্যান্য অর্থনৈতিক কারণের উপর নির্ভর করে এলপিজির দাম বাড়ে-কমে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়।