Bangla News Dunia, দীনেশ :- বিরোধীদের যাবতীয় অভিযোগ ও প্রচার ভেস্তে দিতে এবার ওয়াকফ সংশোধনী আইন (Waqf Act) নিয়ে পালটা প্রচারের রাস্তায় নামছে সংঘ পরিবার। সদ্য পাশ হওয়া ওই আইন নিয়ে সংঘের মুসলিম সংগঠন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দেশজুড়ে শতাধিক সাংবাদিক বৈঠক এবং ৫০০ সেমিনারের আয়োজন করবে। মঞ্চের মেন্টর ইন্দ্রেশ কুমার বলেন, ‘নতুন ওয়াকফ আইন নিয়ে যে সমস্ত ভ্রান্ত ধারণা এবং গুজব রয়েছে সেগুলি দূর করতে আমরা বদ্ধপরিকর। ওই আইনের সুবিধা যাতে সবার কাছে পৌঁছোয়, সেই কথা প্রচার করবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। এই আইন মুসলিমদের আত্মসম্মান, ন্যায় এবং সমানাধিকারকে আরও মজবুত করবে।’ ওয়াকফ সম্পত্তির অপব্যবহার রুখতে নতুন আইনটি সাহায্য করবে বলেও দাবি করেছে সংঘের মুসলিম সংগঠনটি।
আরও পড়ুন:- বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেবে কলকাতা পুরনিগম, জেনে নিন বিস্তারিত
ইতিমধ্যেই ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত ১৫টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে কংগ্রেস, এআইমিম, আরজেডি, ডিএমকে প্রভৃতি বিরোধী রাজনৈতিক দল যেমন রয়েছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডও রয়েছে। ওই মামলাগুলির যাতে একতরফা শুনানি না হয়, সেইজন্য কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সুপ্রিম কোর্টে একটি ক্যাভিয়েট দাখিল করেছে। ১৬ এপ্রিল ওই মামলাগুলির একত্রে শুনানি হবে শীর্ষ আদালতে। গত সপ্তাহে সংসদের উভয় কক্ষে গভীর রাত পর্যন্ত আলোচনার পর বিলটি পাশ হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইতিমধ্যে ওই বিলে সম্মতি দেওয়ায় সেটি আইনে পরিণত হয়ে গিয়েছে।
আরও পড়ুন:- ডায়মন্ড হারবারে ভোটে কারচুপি করে জিতেছেন অভিষেক! শুনানি হবে হাইকোর্টে
এদিন ইন্দ্রেশ কুমার বলেন, ‘নতুন আইনটি মোটেই মুসলিমদের বিরোধী নয়, বরং মুসলিমদের স্বার্থেই এটি তৈরি করা হয়েছে।’ ওয়াকফ বিল নিয়ে গঠিত জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পালও জানিয়েছেন, নতুন আইনে ওয়াকফ সম্পত্তি শুধু সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনা করা যাবে। আরএসএস নেতা রামলালের মতে, নতুন আইনটি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের মন্ত্রকে কার্যকর করবে।