Bangla News Dunia, Pallab : শুক্রবারের ভূমিকম্পের পর শনিবারেও ফের নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল মায়ানমার। মায়ানমারের নেপিডওতে এদিন কম্পন অনুভূত হয়। শনিবারের ভূমিকম্পে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.১। এই তথ্য জানিয়েছে, ইউনাইটেড স্টেটস জিওগ্রাফিক্যাল সার্ভে। ইতিমধ্যেই মায়ানমারে শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে ১০০০ জনের মৃত্যু হয়েছে। তারপর নতুন করে সেদেশে ভূমিকম্পের ঘটনায় বেশ কিছুটা চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
মায়ানমারের রাজধানী নেপিডোর কাছে এদিন দুপুর ২.৫০ মিনিটে কম্পন অনুভূত হয়। গভীরতা ছিল ১০ কিলোমিটার। এমনই জানিয়েছে, ইউএসজিএস। শনিবারের ভূমিকম্পে সেদেশে কতটা ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি বিশদে। জানা যাচ্ছে, শুক্রবার সেদেশে যেখানে ভূমিকম্পের জেরে ক্ষতি হয়েছে, সেখানেই এই কম্পন এদিনও অনুভূত হয়েছে। উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে নেপিডোতে ক্ষতিগ্রস্ত এলাকায় সারাইয়ের কাজ চলছিল শনিবার সকাল থেকেই। শহরের বেশিরভাগ জায়গায় নেই বিদ্যুৎ, ফোন সংযোগ, ইন্টারনেট সংযোগ। এমনই এক সময় এই কম্পন অনুভূত হয়।
প্রসঙ্গত, শুক্রবারই মায়ানমারে রিখটার স্কেলে ৭.৭ কম্পনের মাত্রা নিয়ে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে।
আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন