বহু প্রতীক্ষার পর মুর্শিদাবাদের (Murshidabad) নশিপুর-আজিমগঞ্জ রেল ব্রিজ দিয়ে ট্রেন ছুটতে শুরু করেছে। কিন্তু এরপরও যেন ওই রেলপথকে ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না। এবার কলকাতা-সাইরাং এক্সপ্রেস মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছতেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের অনুগামীদের সঙ্গে বচসা, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল সেখানকার বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষের সমর্থকরা। এই সংঘর্ষকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদজুড়ে (TMC-BJP Clash)।
জানা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনটির প্রথম যাত্রাকে স্বাগত জানাতে মুর্শিদাবাদ স্টেশনে আগে থেকেই অপেক্ষা করছিলেন সেখানকার তৃণমূল সাংসদ আবু তাহের খান। অন্যদিকে, কর্মীসমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষও। কিন্তু ট্রেনটি স্টেশনে পৌঁছতেই বাঁধে বিপত্তি। ট্রেনচালককে কে আগে ফুলমালা দিয়ে বরণ করবেন, তা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় দু’পক্ষের। আর একটা সময়ে দুই রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এপ্রসঙ্গে বিজেপি বিধায়ক গৌরীশংকর ঘোষ বলেন, ‘তৃণমূল সাংসদ নিজের দলবল নিয়ে ইঞ্জিনের গেট আটকে দেন। চালকের কাছে যাওয়ার চেষ্টা করলেও বাঁধা দেওয়া হয়। এমনকি আমাদের ৮-১০ জন সদস্যকে মারধরও করা হয়।’
এদিকে, বিজেপি বিধায়কের এই অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ আবু তাহের খান। তিনি বলেন, ‘আমরা আমাদের দলের সমর্থকদের নিয়ে আগে থেকেই স্টেশনে অপেক্ষা করছিলাম। ট্রেন স্টেশনে পৌঁছালে আমরা চালকের দিকে এগিয়ে যাই। কিন্তু তখনই বিজেপি বিধায়ক ও তাঁর দলবল চালকের দিকে আমাদের ঠেলে দেয়।’