Bangla News Dunia, Pallab : গোষ্ঠী কোন্দল মেটাতে সোমবার উত্তরের দুই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে। বৈঠকে থাকবেন উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদের জেলার সাংগঠনিক নেতৃত্বরা। এই সাংগঠনিক বৈঠকে ডাক দেওয়া হয়েছে হুমায়ুন-সহ জেলার দশ বিধায়ককে।
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
বেশ কিছুদিন ধরেই বেসুরো ‘বিদ্রোহী’ বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি তিনি হুমকি দিয়েছিলেন মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ার একটা অংশ নিয়ে দল গঠন করবেন। ডেডলাইন দিয়েছিলেন ১৫ অগাস্ট। সেই নির্ধারিত সময়ের আগেই তিনি ডাক পেলেন অভিষেকের।
এই বৈঠক প্রসঙ্গে হুমায়ুন বলেন, “সর্বভারতীয় সাধারণ সম্পাদক দশদিন আগেই এই বৈঠকের ডাক দিয়েছিলেন। তিনি ডাকবেন আর আমি যাব না এমনটা হতে পারে না। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি।” নতুন দল গঠন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি ডেবরার বিধায়ক। অবশ্য, হুমায়ুনের সাফ কথা, “আমি মনে করি নেতৃত্ব আমার সম্মানের কথা মাথায় রেখেই যাবতীয় নির্দেশ দেবেন।”‘বিদ্রোহী’ হুমায়ুনকে অভিষেক কী নির্দেশ দেবেন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়