Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তর লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের মতে, যে সব নাগরিক ভুল তথ্য দিয়ে কার্ড গ্রহণ করেছেন বা যারা নিয়মিত রেশন সংগ্রহ করছেন না, তাদের কার্ড বাতিল হতে চলেছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রকৃত উপকার ভোগীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানোই সরকারের মূল উদ্দেশ্য। কিন্তু এই কাজেও কিছু কিছু মানুষ নিজেদের দুনম্বরি বজায় রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রেশন কার্ড বাতিলের কড়া নির্দেশিকা জারি করল খাদ্য দপ্তর
রেশন কার্ডে ভুল বা ভুয়ো তথ্য প্রদান, যারা দীর্ঘ দিন রেশন তুলছেন না, যাদের আয় নির্ধারিত সীমার বাইরে, একাধিক রাজ্যে কার্ড থাকা, সরকারি চাকুরি জীবীদের রেশন সুবিধা গ্রহণ। এই সকল নিয়ম অমান্য করলেই সকলের ক্ষেত্রে এই নিয়মটি হবে। এবারে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের উচিত এই সম্পর্কে জেনে নিয়ে সুবিধা হবে সকলের তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
কাদের কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা বেশি?
- সরকারি চাকরি করেন অথচ BPL কার্ড রয়েছে
- শহরে বসবাস করেন এবং সম্পত্তি রয়েছে
- যাঁদের আধার ও রেশন কার্ডের তথ্য মিলছে না
- অনলাইন রেশন ব্যবস্থায় অ্যাক্টিভ নন
আরও পড়ুন:- হৃদরোগের ঝুঁকি কমাতে ও হার্ট সুস্থ রাখবেন কিভাবে ? জেনে নিন সেরা পাঁচটি উপায়।
রেশন কার্ড যাচাই করার নতুন পদ্ধতি
- আধার নম্বরের সাথে সংযুক্তি
- একই ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করছেন কি না
- ডিজিটাল রেকর্ডে কার্ডের হাল নাগাদ তথ্য
- যাদের আধার সংযুক্ত নয়, তাদের কার্ড বাতিল হতে পারে
- State Food Portal এ গিয়ে নিজের কার্ড স্ট্যাটাস চেক করা যাচ্ছে
কীভাবে জানবেন আপনার কার্ড বৈধ কি না?
- রাজ্য খাদ্য দপ্তরের ওয়েবসাইটে যান
- “Ration Card Status” অপশনে ক্লিক করুন
- রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করুন
- বাতিল বা অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পাবেন
কার্ড বাতিল হলে কী করবেন?
যদি আপনার কার্ড বাতিল হয়ে যায়, তাহলে নিচের ধাপ গুলি অনুসরণ করতে পারেন – স্থানীয় খাদ্য দপ্তরে যোগাযোগ করুন, প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করুন, ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন, নতুন কার্ডের জন্য পুনরায় আবেদন করা যাবে। কিন্তু তার আগে সকলের উচিত যে সরকারের তরফে নিয়ম মেনে লিংক করে নেওয়া যাতে কোন সমস্যার সম্মুখীন না হতে হয়।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে ১০,০০০ এর বেশি রেশন ডিলার নিয়োগ ! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানুন