নতুন প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা। সম্প্রতি ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা এক নতুন প্রজাতির বিষাক্ত উভচর প্রাণীর খোঁজ দিলেন। এই প্রাণীর নাম তারা রেখেছেন রিংড ক্যাসিলিয়ান। রিংড রাখার কারণ এদের সারা গায়ে অসংখ্য আংটির মতো আঁশ রয়েছে। জুলাই মাসের শুরুতে আইসায়েন্স জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকদের এই নতুন আবিষ্কারের বিষয়ে জানা গেছে। স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এডমন্ড ব্রডি গবেষণাপত্রটিতে লিখেছেন, উভচর প্রাণী দের সাধারনত নিরীহ এবং বিষহীন মনে হলেও এদের গায়ে বিষ গ্রন্থি থাকে।

এরা বিষগ্রন্থিগুলো থেকে আত্মরক্ষার সময় শিকারির প্রতি বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে তারা। গবেষণা থেকে জানা গেছে, এই উভচর প্রজাতিটি হাত-পা বিহীন। দৃষ্টিশক্তিও নেই। মাটি খুঁড়ে বসবাস করে। এদের মুখে লম্বা দাঁড়া আছে এবং দেহ থেকে আঠালো এক তরল নিঃসৃত হয় যার সাহায্যে এরা চলাফেরা করতে পারে। এদের বাস সাধারণতঃ উষ্ণ জলবায়ু অঞ্চলে। আফ্রিকা এশিয়া এবং আমেরিকায় রিংড ক্যাসিলিয়ান প্রজাতির দেখা মেলে।

উলেখ্য ক্যাসিলিয়ানদের দেহে দুটি গ্রন্থি বর্তমান। মাথার দিকে থাকে শ্লেষ্মা গ্রন্থি এবং নিজের কাছে থাকে বিষ গ্রন্থি। এদের মুখে একটি বিষ থলি থাকে। সাপেদের মতো বিষ থলি থাকলেও, সাপের মত কামড়ানোর ক্ষমতা থাকে না এই উভচরের। বিষ দাতে কোনোভাবে চাপ পড়লে তবেই বিষ নিসৃত হয়। আপাতত, বিজ্ঞানীরা রিংড ক্যাসিলিয়ান প্রজাতির গ্রন্থি থেকে প্রাপ্ত তরলের বায়োকেমিক্যাল পরীক্ষা চালাচ্ছেন বলেই জানা গেছে।

Highlights

1. বিজ্ঞানীরা খুঁজে পেলেন নতুন প্রজাতি

2. প্রাণীর নাম তারা রেখেছেন রিংড ক্যাসিলিয়ান

#রিংড ক্যাসিলিয়ান 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন