Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- আগামী বছর ১৭ জানুয়ারি, ২০২৩ সালে শনিদেব কুম্ভ রাশিতে গমন করবেন। তাই মেষ, সিংহ এবং ধনু রাশিতে শনির লৌহ পায়া যোগ তৈরী হচ্ছে। তবে এই সময় এই রাশি গুলির মানুষেরা একটু সাবধান থাকবেন। তবে আসুন জেনে নিন কি কি সমস্যার সম্মুখীন হতে হবে —-
আরো পড়ুন :- নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি
মেষ রাশি —- লৌহ পায়া থাকায় আপনাকে সতর্ক থাকতে হবে। খরচ বাড়তে পারে। সেভিংস করতেও ব্যর্থ হতে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। কর্মক্ষেত্রে কারো সাথে বিবাদ হতে পারে। পরিবারের সদস্যদের সাথে বিবাদ হতে পারে।
সিংহ রাশি —– লৌহ পদের উপস্থিতির কারণে জীবনে বিরূপ প্রভাব পড়বে। ব্যবসা ধীরগতিতে চলতে পারে। যদি কোনও চাকরি করেন কর্মক্ষেত্রে চাপ থাকতে পারে। চাকরি ছাড়ার ধারণাও তৈরি হবে। স্ত্রীর সাথে বিবাদ হতে পারে।
ধনু রাশি —- লৌহ পায়ার কারণে ধনু রাশির অসুবিধা বাড়তে পারে। ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পুরনো রোগ আপনাকে বিরক্ত করতে পারে। আপনার টাকা কোথাও ডুবে যেতে পারে।
কুম্ভ রাশি —- এই সময় আপনাকে একটু সাবধানে থাকতে হবে। ব্যবসায় অবাঞ্চিত কিছু ঘটতে পারে , তাই সর্বদা চোখ কান খুলে ব্যবসা করুন। কর্মক্ষেত্রে খারাপ হয় দেখা দিতে পারে। তবে ধোর্য হারাবেন না , খারাপ সময় কেটে যাবে। এই সময় পুরোনো রোগ আবার চারা দিতে পারে। ফলে চিকিৎসা খরচ বৃদ্ধি পেতে পারে।
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে পালন করুন সহজ টিপস
আরো পড়ুন :- ভুলেও বাড়িতে রাখবেন না এই সব দেবতার মূর্তি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )