Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : নতুন বছরের আগমনের আর কয়েকদিন বাকি। আর্থিক দিক দিয়ে অনেকেরই খুব কঠিন সময় কেটেছে। নতুন বছরে আপনার ঘরের ভারসাম্য রাখতে চান ? ২০২১ সালের আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে চান?
আপনাকে এমন কিছু বাস্তু টিপস অনুসরণ করতে হবে, যা আপনার জীবনে এই অর্থ সংকট দূর করে। প্রথনে নিশ্চিত করুন যে আপনার বাড়িতে এমন কিছু জিনিষ রয়েছে যা অর্থ আকর্ষণ করে। নতুন বছর আসার আগে এই কাজটি আপনাকে করতে হবে। নিম্নে উল্লেখিত জিনিস গুলো বাড়ির এমন জায়গায় রাখুন যাতে অর্থ আসবে ——
১. শুক্রবার একটি হলুদ কাপড়ে পাঁচটি শেলফিশ , রৌপ্য মুদ্রা এবং সামান্য জাফরান ফুল মুড়ে সুরক্ষিত জায়গায় বা যেখানে অর্থ রয়েছে সেখানে রেখে দিন। তবে এটি ঘরে লুকিয়ে রাখতে হবে। কিছু হলুদ শিং রাখুন।
২. লাল চন্দন গুঁড়োর সঙ্গে অল্প জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর ডিনার প্লেটে বা কোনও প্লেটে ‘শ্রী’ লিখুন। টাকা লুকানোর জায়গায় এবার এই প্লেটটি রেখে দিন। এমনটা করলে দেবী লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হবেন। অর্থ উপার্জন বাড়বে বলে মনে করা হয়।
৩. ঐশ্বর্য বৃদ্ধির যন্ত্রটি আপনার দেবতার সামনে রেখে পূজা করতে হবে। এটি একটি নিরাপদ জায়গায় সেটি সংরক্ষণ করুন।
৪. ডেক্সট্রাল শঙ্খকে লক্ষ্মীদেবীর প্রতীক মনে করা হয়। শঙ্খটি আপনার অর্থ ভান্ডারে রাখলে লক্ষ্মীদেবী আপনাকে আশীর্বাদ করবেন। এটি করলে আর্থিক কষ্ট কমে যাবে বলেও মনে করা হয়। বাড়িতে সুখ এবং মঙ্গল আসে। এর সঙ্গে অর্থ আসে।
৫. পুজোয় ব্যবহৃত সুপারি গুলিকে গণেশের রূপ বলে মনে করেন। ভক্তরা বিশ্বাস করেন যে গণেশ যেখানে পুজো করা হয় সেখানে দেবী লক্ষ্মীও থাকেন। সুপারিগুলি এমন জায়গায় রাখা ভাল যেখানে অর্থ থাকে। লক্ষ্মীদেবীও আপনাকে সমৃদ্ধ করার জন্য সেই সুপারির সঙ্গে সেখানে আছেন বলে বিশ্বাস করা হয়।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল