Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- হিন্দু শাস্ত্র মতে জীবনের অনেক গুরুত্বপূর্ন দিক রয়েছে। তেমনই আছে এমন বহু জিনিষ যা আমাদের জীবনের বহু ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন পুজো-পার্বণে ঘি, তেল, ফুলের পাশাপাশি কর্পূরের গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে, দেবতাদের খুশি করতে সুগন্ধি কর্পূরের ব্যবহার করা হয়। আমাদের জীবনেও কর্পূরের বহুবিধ গুরুত্ব রয়েছে। রয়েছে বহু উপকারিতা।
আরো পড়ুন :– নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি
বাস্তু শাস্ত্র মতে কর্পূরের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাস্তু শাস্ত্র মতে নিজেদের পকেটে যদি কর্পূর রাখা হয়, তাহলে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাস্তু মতে একটুকরো কর্পূর কাছে রাখলে বেশ কিছু সুবিধা রয়েছে, সেগুলি জেনে নিন —–
১. কর্পূর কাছে রাখলে মন থাকে শান্ত। নেতিবাচক চিন্তা মাথায় ঘোরে না। মানসিক ভাবে চাপমুক্ত হতে ও সুখে থাকতে পকেটের মধ্যে এক টুকরো কর্পূর রাখতে পারেন। এতে কাজের অনিচ্ছা কেটে যায়, মনোযোগ করতে সুবিধা হয়।।
২. নিজেদের পকেটে কর্পূর রাখলে সৌন্দর্যও বৃদ্ধি করে। একটি সাদা কাপড়ে কর্পূর বেঁধে সঙ্গে রাখতে হবে। ত্বক ঘটিত সমস্যার সমাধান করতে পকেটে রাখুন কর্পূর।
৩. দাম্পত্য জীবনে নিয়মিত অশান্তি, কলহ লেগে থাকলে বাস্তু শাস্ত্র মতে প্রতিকার মেনে চলতে পারেন।
৪. বাস্তু মতে বৈবাহিক শান্তি পেতে রাখুন কর্পূরের একটি টুকরো। পারস্পরিক সম্পর্ক ও পারিবারিক সম্পর্কও দৃঢ় হয়।
৫. বাড়িতে কর্পূর রাখা থাকলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। পরিবারে হাসি-আনন্দের পরিবেশ বিরাজ করে।
৬. যদি মাথাগরমের সমস্যা থাকে তাহলে সেই রাগ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এক টুকরো কর্পূর।
৭. কর্পূর রাখলে জীবনের অর্থনৈতিক সংকটও দূর হয়। যদি অর্থের সমস্যায় ভোগেন তাহলে কর্পূরের এই বাস্তু টিপস মেনে চলতে পারেন।
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে পালন করুন সহজ টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )