Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- নতুন বছর অর্থাৎ ২০২৩ সাল শুরু হতে আর মাত্র ১ মাস বাকি। এমন পরিস্থিতিতে আমরা সবাই চায় নতুন বছর আমাদের জন্য আনন্দ বয়ে আনুক। আগামী বছরকে পুরোনো বছরের চেয়ে ভালো করার জন্য মানুষও কঠোর পরিশ্রম করে। এমতাবস্থায় সকলের মনে প্রশ্ন জাগতে বাধ্য যে, নতুন বছর তাদের জন্য কী ভালো বয়ে আনবে? কোন রাশির জন্য ২০২৩ সালটি শুভ হবে এবং কার জন্য এটি অশুভ হবে।
আরো পড়ুন :- নিজের আর্থিক অবস্থা মজবুত করতে চান ? মেনে চলুন কিছু বাস্তু টিপস
যদি আমরা গ্রহ নক্ষত্রের কথা বলি, প্রতি বছর গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন হয় এবং সেই অনুসারে ২০২৩ সালে রাশিচক্রের এমন ৪টি রাশি আছে যাদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই সময় তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি তো হবেই, সেই সঙ্গে আয়ের অনেক উৎসও তৈরী হবে। এবং এরই সাথে অগ্রগতিও হবে। তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন ৪ রাশির জন্য ২০২৩ সালটি শুভ হতে চলেছে।
তুলা রাশি:- যারা এই রাশির জাতক-জাতিকা তাদের জন্য বছরটি সফল হতে চলেছে। বছরের শুরুতেই যখন শনিদেব আপনার রাশির পঞ্চম ঘরের মধ্য দিয়ে যাত্রা করবে এবং আপনার সপ্তম এবং একাদশ ঘরের দিকে দৃষ্টি দেবে, তখন এটি আপনার সম্পদের দিক থেকে অত্যন্ত লাভকারী হবে। এই বছর শনিদেব আপনার আর্থিক অবস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি এই বছর কোনো আর্থিক ঝুঁকি নিতে চান তবে বছরের দ্বিতীয়ার্ধটি তার জন্য উপযুক্ত হবে।
সিংহ রাশি:- শনিদেব নতুন বছরের শুরুতে আপনার ষষ্ঠ ঘরে থাকবেন। তবে ষষ্ঠ ঘরে থাকলেও ১৭ জানুয়ারী, তিনি আপনার রাশির সপ্তম ঘরে চলে যাবেন এবং যার ফলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবেন। এই রাশির মানুষদের জন্য এই বছরটি সুন্দর হতে চলেছে। সূর্যের কৃপায়, নতুন বছর খুব ভালোভাবে শুরু হবে এবং এটি আপনার জন্য বড় সৌভাগ্য নিয়ে আসবে। পরবর্তী সময়ে আপনার রাশির একাদশ ঘরে সূর্যের অবস্থানের কারণে, নিজের প্রচেষ্টায় আপনাকে উল্লেখযোগ্য আর্থিক লাভের সুযোগ দেবে। আর বছরের শুরুতেই সপ্তম ঘরে শনির গমনের প্রভাবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি নবম ঘরে গমন করলে আপনর চাকরিতে উন্নতি হবে।
কুম্ভ রাশি:- কুম্ভ রাশির মানুষরা নতুন বছরে আর্থিক উত্থান-পতনের সম্মুখীন হবেন। বছরের প্রথম মাসেই সূর্যও আপনার দ্বাদশ ঘরে প্রবেশ করবে। যার ফলে এই সময়ে আপনার ব্যয় বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত থাকবে। তবে আপনার রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির কারণে আপনার আর্থিক অবস্থা অনুকূল থাকবে এবং যার ফলে আপনি আপনার আর্থিক অবস্থা নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। ১৭ জানুয়ারির পরে অবস্থার উন্নতি হবে এবং শনিদেব আপনার রাশিতে ট্রানজিট করার পরে আপনি আপনার অর্থ ভালভাবে হিসাব অনুযায়ী ব্যয় করতে সক্ষম হবেন। এই সময় ব্যবসা ও কর্মক্ষেত্রে সাফল্য আসবে।
বৃশ্চিক রাশি:- এই রাশির মানুষদের এই বছর জুড়ে তাদের ব্যক্তিগত আর্থিক ভারসাম্য বজায় রাখতে গেলে বিশেষ ভাবে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এই সময় আর্থিক উন্নতি থাকবে ও ভাগ্য আপনার সাথে থাকবে। শুধু কঠোর পরিশ্রম দরকার। নতুন বছরে আপনার আয় বাড়বে কিন্তু খরচ সারা বছর একই থাকবে। ফলে অর্থ সঞ্চয় হবে। বছরের শেষ অথাৎ নভেম্বর এবং ডিসেম্বরে পৌঁছলে আপনি কিছুটা স্বস্তি অনুভব করবেন। নতুন বছরে কর্ম জীবনে আনন্দ থাকবে।
আরো পড়ুন :- হাতে আসবে টাকা, মঙ্গল মার্গী হতেই ভাগ্য ফিরবে কোন কোন রাশির জানুন
আরো পড়ুন :– স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)