নতুন বছরে শরীর-স্বাস্থ্য কেমন যাবে ! রাশি অনুযায়ী দেখুন পর্ব -১

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নতুন বছরে শরীর-স্বাস্থ্য কেমন যাবে ! অর্থ থেকে স্বাস্থ্য সব দিক দিয়ে এই বছর মহামারীর গ্রাসে। তাই আমাদের জীবনে পরিবর্তন আনতে পারে নতুন বছর। এক নজরে রাশি অনুযায়ী ২০২১ সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে।

মেষ রাশি —– আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে। বড় কোন স্বাস্থ্য সমস্যা না হওয়ার কথা। তবে ছোট ছোট স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে। একটু বুঝে চলুন।

বৃষ রাশি ——- রাহু ও কেতুর প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। স্বাস্থ্য নিয়ে নানা সমস্যা আসতে পারে। স্বাস্থ্য়ের বিষয়ে আপনি সতর্ক হোন।

মিথুন রাশি —– গোটা বছর মাঝে শারীরিক ভাবে ক্লান্তি অনুভব কতে পারেন আপনারা। ঘুমের অভাব, সর্দি , কাশি, পেটের গন্ডগোল মাঝে মাঝে লেগে থাকবে।

কর্কট রাশি —— জানুয়ারি মাস থেকে এপ্রিলের মধ্যে কোন ছোঁয়াচে রোগের সম্ভাবনা রয়েছে। তবে বাকি সময় ভালো কাটবে।

আরো পড়ুন :- কেমন যাবে নতুন বছর ? রাশি ভিত্তিক অন্তিম পর্ব

সিংহ রাশি ——- এই রাশির জাতক জাতিকার গোটা বছর শরীর নিয়ে ভুগতে হতে পারে। মাঝে মাঝে বুকে ব্যথা থেকে গ্যাসের সমস্যা লেগে থাকতে পারে। বায়ুজনিত রোগে আপনি দুর্বল হতে পারেন।

কন্যা রাশি —— মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বাকি শারীরিক দিক থেকে আপনারা ভালো থাকবেন। তবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে।

আপাতত প্রথম পর্বে ৬ টি রাশি নিয়ে আলোচনা হলো। আসছি পরের পর্ব নিয়ে।

Highlights

1. নতুন বছরে শরীর-স্বাস্থ্য কেমন যাবে !

2. আপাতত প্রথম পর্বে ৬ টি রাশি নিয়ে আলোচনা হলো

#Rashi #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন