Bangla News Dunia, Pallab : যত বাধা আসুক না কেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ে উঠবেই।’ ইদের নমাজ শেষে বাংলাদেশের (Bangladesh) মুসলিমদের উদ্দেশে বার্তায় এমনই অঙ্গীকার ব্যক্ত করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। সোমবার জাতীয় ইদগাহ ময়দানে নমাজ পড়েন তিনি। ইউনূস ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি আধিকারিক, বিভিন্ন দলের নেতা-নেত্রীরাও।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, ‘ইদ দূরত্ব ঘোচানোর ইদ, নৈকট্যের ইদ, ভালোবাসার ইদ। আজ সেই দিনটা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি। সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ইদের জামাতে এটাই আমাদের কামনা।’ ইউনূস আরও বলেন, ‘আজকের দিনে আমরা প্রার্থনা করি যে আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থেকেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না, তাঁদের স্মরণে আমরা যেন প্রার্থনা করি আল্লাহর কাছে। আমরা সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করব। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবই।’
এরপর সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে ইউনূস বলেন, ‘আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাজারে, প্রতিটি গঞ্জে, প্রতিটি শহরে ইদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা জাতির পক্ষ থেকে সবাইকে ইদের শুভেচ্ছা জানাচ্ছি। যাঁরা ইদের জামাতে শরিক হওয়ার সুযোগ পাননি, তাঁদেরকেও আমরা ইদ মোবারক জানাচ্ছি। আমাদের মা–বোনেরা, যাঁরা ঘরে আছেন, তাঁদেরকেও আমরা জাতির পক্ষ থেকে ইদ মোবারক জানাচ্ছি। আমাদের প্রবাসী ভাইয়েরা, যাঁরা বিদেশে আছেন, সারাবছর কষ্ট করেন, আজকে হয়তো ইদের জামাতে যেতে পারবেন কিংবা যেতে পারবেন না, কিন্তু জাতির পক্ষ থেকে আমরা তাঁদেরকেও ইদ মোবারক জানাচ্ছি।’