Bangla News Dunia, জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- নতুন বাড়ি তৈরির সময় আমরা বাস্তুশাস্ত্র মেনেই বাড়ি তৈরি করে থাকি। আর বাস্তু শাস্ত্র অনুযায়ী যদি বাড়ি তৈরি করা হয়, তা হলে মনে করা হয় সেখানে সুখ সমৃদ্ধি সদা বজায় থাকবে। বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ি বানাতে গেলে কিছু বিশেষ বিষয় অবশ্যই বিচার করে নিতে হবে। তা হলেই বাড়ি তৈরির শুভ ফল পাওয়ার আশা রাখা যায়।
আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ
ব্যক্তির প্রকৃতি কী রূপ :- প্রথমেই দেখতে হবে, যেই ব্যাক্তির জন্য বাড়িটি তৈরি হচ্ছে তাঁর প্রকৃতি কী রূপ। সেই অনুযায়ী বাস্তু বিচার করতে হবে। তাঁর স্বভাব অনুযায়ী বাস্তু বিচার করলে খুবই শুভ ফল পাওয়া যায়।
সঠিক দিক নির্ণয় :- বাস্তু বিচারের সময় সঠিক দিক সঠিক ভাবে নির্ণয় করতে হবে , এই বিচার সঠিক না করলে বাস্তুর সঠিক বিচার করা সম্ভব হয় না।
প্রধান দরজার বিচার :- বাড়ির বাস্তু বিচারের সময় বাড়ির প্রধান দরজার বিষয়ে অত্যন্ত সচেতন থাকতে হয়। বাড়ির প্রধান দরজা সঠিক দিকে না হলে খুবই সমস্যা পড়তে পারেন গৃহকর্তারা।
মর্মস্থান নির্ণয় :- বাড়ির মর্মস্থান অনুযায়ী সঠিক ভাবে বাস্তু বিচার না করলে খুবই বাস্তু দোষের সৃষ্টি হয়। আর বাস্তু দোষ জীবনকে দুর্বিসহ করে তুলতে পারে। সেখানে যাঁরা বসবাস করবেন তাঁদের জন্যও খুব ভাল হয় না বলে মনে করা হয়।
আরো পড়ুন :- করোনা পরিস্থিতিতে দাম্পত্য সম্পর্ক অটুট রাখতে চান ? জ্যোতিষ মতে , এই নিয়ম গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক