Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি কি নতুন ব্যবসা শুরু করতে চান? ব্যবসা করার জন্য লোন (Business Loan) পাবেন সহজে। আসলে দেশের জনসাধারণ যাতে নিজের পেয়ে দাঁড়াতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, তার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে কিছু প্রকল্প চালু করা হয়েছে। আর এই সকল প্রকল্পে ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হয়। এরকমই কিছু জনপ্রিয় প্রকল্পের সম্পর্কে আলোচনা করা হল আপনাদের সুবিধার্থে আজকের এই প্রতিবেদনে।
Top Four Business Loan
আপনি ব্যবসা করবেন আর তার টাকা সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান দেবে। কি অবাক হচ্ছেন? আসলে বেশ কিছু লোন প্রকল্প আছে যার দ্বারা নতুন ব্যবসা শুরু করতে মূলত বিজনেস লোন (Business Loan) দেওয়া হয়। আসুন এরকম কিছু লোন প্রকল্পের হদিশ দেওয়া রইল আজকের প্রতিবেদনে।
১) প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)
প্রথমেই আলোচনা করা যাক প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্প (PMKY) সম্পর্কে। এই প্রকল্পে প্রধানত কর্পোরেট, অ-কৃষি ছোট/ক্ষুদ্র উদ্যোগের জন্য সরকার ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে। PMMY প্রকল্পটি তিনটি বিভাগে বিভক্ত। এটি ডিজাইন করা হয়েছে শিশু, কিশোর, তরুণদের জন্য। যা আপনার বিভিন্ন ধরনের ব্যবসার প্রয়োজন অনুসারে ডিজাইন করা হয়েছে। লোন নেওয়ার যোগ্যতাগুলি হল-
- এই ঋণ দেওয়া হয় মূলত অ-কৃষি খাতে ক্ষুদ্র এবং ছোট ব্যবসায়িক উদ্যোগগুলির জন্য।
- যারা ঋণের জন্য আবেদন করবেন, তাদেরকে বাণিজ্য, উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরিষেবা ও কৃষি-সংশ্লিষ্ট কার্যকলাপ এই ক্ষেত্রগুলির কোনও একটিতে ব্যবসা থাকতে হবে।
- আবেদনকারী ভারতীয় প্রার্থীর বয়স হতে হবে সাধারণত ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে।
- আবেদনকারীর প্রার্থীর ঋণ পরিশোধের ক্ষমতা থাকতে হবে। আপনি এই লোনের জন্য আবেদন করতে চাইলে আপনার নিকটবর্তী ব্যাংক, ক্ষুদ্র অর্থ সংস্থা বা অ-ব্যাংকিং আর্থিক সংস্থা (NBFC)-তে যোগাযোগ করতে পারেন।
২) MSME ঋণ প্রকল্প
দ্বিতীয় যে ঋণ প্রকল্পের কথা বলব, সেটি হল MSME ঋণ প্রকল্প। এটি ছোট এবং মাঝারি উদ্যোগগুলিকে (MSME) ব্যবসা শুরু করার জন্য অথবা ব্যবসা সম্প্রসারণ করার জন্য ঋণ প্রদান করে থাকে। এই ঋণগুলি সাধারণত পাওয়া যায় জামানত-মুক্ত অথবা কম সুদের হারে। এই লোন প্রকল্পের আবেদন যোগ্যতা-
- এই ঋণ প্রকল্পে নতুন এবং বিদ্যমান উভয় MSME লোনের জন্য আবেদন করতে পারবেন।
- আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি এবং ৬৫ বছরের কম।
- আপনার ব্যবসার জন্য একটি বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। আর তার সাথে MSME বা Udyam সার্টিফিকেট থাকতে হবে। আপনি এই ঋণ নিতে চাইলে সরাসরি আবেদন করতে পারেন সরকারি বা বেসরকারি ব্যাংক, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও আঞ্চলিক গ্রামীণ ব্যাংকিং প্রতিষ্ঠানে।
৩) স্ট্যান্ড-আপ ইন্ডিয়া স্কিম
এই ঋণ প্রকল্পটি নির্মাণ করা হয়েছে বিশেষভাবে মহিলা এবং SC/ST বিভাগের উদ্যোক্তাদের জন্য। তাঁদের নতুন ব্যবসা শুরু করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনারা এই স্কিমের মাধ্যমে ব্যবসা শুরু করার জন্য ঋণ পেতে পারেন। অনলাইনে এই প্রকল্প সম্পর্কে আরও ডিটেলস পাবেন।
৪) CGTMSE স্কিম
চতুর্থ যে স্কিমটির ব্যাপারে আলোচনা করা জরুরী সেটি হল CGTMSE স্কিম। CGTMSE বা ক্রেডিট গ্যারান্টি ফান্ড ট্রাস্ট ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস হল একটি সরকারি প্রকল্প। এটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (MSME) গুলিকে মূলত জামানত-বিহীন ঋণ পেতে সহায়তা করে থাকে।
উপসংহার
নতুন ব্যবসা শুরু করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইলে আজকের প্রতিবেদন থেকে প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করে নিন। কারণ এই সকল প্রকল্পগুলির উদ্দেশ্য কর্মসংস্থান বৃদ্ধি ও দেশের মানুষকে স্বাবলম্বী করে তোলা। আপনি লোনের জন্য আবেদন করতে চাইলে অনলাইনে ভিজিট করে বাকি ডিটেলস জেনে নিতে পারেন।
আরও পড়ুন:- ৩ বছরে ১১১০% রিটার্ন, সোমবারও লগ্নিকারীদের নজরে রেলের এই স্টক
আরও পড়ুন:- কোষ্ঠকাঠিন্যে ভুগছেন ? মুক্তি পেতে সহজ কিছু উপায় জেনে নিন