নতুন মামলা হাইকোর্টে, ফের অনিশ্চয়তার মুখে রাজ্যের OBC তালিকা ! জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের OBC সংরক্ষণ নিয়ে আবারও উত্তাল রাজ্য রাজনীতি। সম্প্রতি রাজ্য সরকারের তৈরি নতুন OBC তালিকা ও সেই সংক্রান্ত সমীক্ষার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একটি নতুন মামলা। ফলে OBC তালিকা ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল। মূল মামলাকারী অমলচন্দ্র দাসের অভিযোগ, “ত্রুটিপূর্ণ সমীক্ষা”-র ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত হয়েছে, যা সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে লঙ্ঘন করে।

আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের

কী নিয়ে এই নতুন মামলা?

রাজ্য সরকার নতুন করে একটি সমীক্ষার ভিত্তিতে ১৪০টি সম্প্রদায়কে OBC তালিকাভুক্ত করেছে। কিন্তু মামলাকারীর বক্তব্য, এই সমীক্ষা যথাযথ wasn’t scientifically designed, অর্থাৎ নির্ভরযোগ্য ও বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত হয়নি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই অভিযোগের শুনানি করবে। মামলাকারীর দাবি, যেভাবে এই সমীক্ষা হয়েছে তা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং পূর্বের সুপ্রিম কোর্ট নির্দেশিত নিয়মাবলীর পরিপন্থী।

Nabanna থেকে সরকারের পাল্টা যুক্তি

রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, এই সমীক্ষা সম্পূর্ণভাবে সংবিধানের নির্দেশনা মেনে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিধানসভায় জানিয়েছেন, “এই তালিকা ধর্মের ভিত্তিতে নয়, অনগ্রসরতার ভিত্তিতে তৈরি হয়েছে।’’

সরকারের বক্তব্য, ২০১০ সালের পর বাতিল হওয়া তালিকার ফাঁকফোকর ভরাট করতে এই সমীক্ষা জরুরি ছিল। এবং তা যথাযথ ভাবেই হয়েছে।

আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর

আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন