Bangla News Dunia, Pallab : তামিলনাড়ুতে নির্বাচন হয়ে গেল বিজেপির নতুন রাজ্য সভাপতি। দক্ষিণের রাজ্যে প্রাক্তন IPS তথা বিজেপি নেতা কে আন্নামালাইয়ের পর এবার ব্যাটন ধরলেন নাইনার নগেন্দ্রন।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
জানা গিয়েছে, বুধবার বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে নগেন্দ্রন একমাত্র নেতা যিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। তবে মনোনয়ন জমা দেওয়া ছাড়াও কেন্দ্রের নেতাদের নজরে নগেন্দ্রনকে তুলে ধরেছিলেন আন্নামালাইও।
বর্তমানে তামিলনাড়ুর তিরুনেভেলির বিধায়ক এই সদ্য নির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি। তবে রাজনীতিতে তিনি পা দিয়েছিলেন বিজেপির তামিলনাড়ুর শরিক দল AIADMK-এর হাত ধরে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সামনেই সে রাজ্যে নির্বাচন। তার আগে শরিকের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে নগেন্দ্রনকে এই পদে বসিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন