Bangla News Dunia, Pallab : ভারতের মুদ্রা ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে যে, বাজারে আসতে চলেছে নতুন ১০০ টাকা এবং ২০০ টাকার নোট। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে এবং এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, নতুন আসলে পুরনো নোটগুলোর কি হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
কেন নতুন নোট আনছে আরবিআই?
ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণত প্রতি নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণ করার পর নতুন মুদ্রা চালু করে থাকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শক্তিকান্ত দাসের জায়গায় সঞ্জয় মালহোত্রা নতুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংক নতুন ৫০ টাকা, ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে।
নতুন এই নোটগুলির নকশা মহাত্মা গান্ধীর সিরিজের মতই করা হবে এবং এতে বর্তমান গভর্নরের স্বাক্ষর থাকবে। এর আগে ফেব্রুয়ারি মাসে নতুন ৫০ টাকার নোট চালু করা হয়েছিল, যা ইতোমধ্যেই বাজারে রয়েছে।
আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস
পুরনো নোট কি বাতিল হয়ে যাবে?
এখন সবার মনে একটাই প্রশ্ন যে, পুরোনো নোট কি বাতিল হয়ে যাবে? তবে চিন্তার কোনরকম কারণ নেই। ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন নোট চালু হলেও পুরনো ১০০ টাকা এবং ২০০ টাকার নোটগুলি বাজারে বৈধ থাকবে। অর্থাৎ, আগের মতোই এই নোট গুলি ব্যবহার করে লেনদেন করা যাবে।