নতুন ৫০০ টাকার নোট আসতে চলেছে বাজারে। পুরনো নোটের ভবিষ্যৎ কি জানালো RBI

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এবারে নতুন ৫০০ টাকার নোট বড় খবর পাওয়া গেল। ২০১৬ সালে নোট বাতিলে পর বাজার থেকে চিরকালের জন্য পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়েছিলো কেন্দ্র সরকারের তরফে এবং এর পর ৫০০ এবং ২০০০ টাকার নোট নিয়ে আসা হয়েছে। কিন্তু বিগত বছরের এই ২০০০ টাকার নোটও ফিরিয়ে নেয় RBI. আর তারপর থেকে ৫০০ টাকাই হল দেশের সব থেকে বড় প্রচলিত মুদ্রা এখন।

৫০০ টাকার নোট নিয়ে বড় আপডেট

আর এছাড়াও ২০০ টাকার নোট, ১০০ টাকার নোট, ৫০ টাকার নোট, ২০ টাকার নোট ও ১০ টাকার নোট এবং সঙ্গে ১, ২, ৫, ১০, ২০ টাকার কয়েনও পাওয়া যায়। আর অনলাইন পেমেন্ট আসার পর থেকে বেশির ভাগ ছোট লেনদেন অনলাইন মারফৎ হয়ে থাকে, কিন্তু এখনও এমন কোটি কোটি মানুষ আছে যারা ক্যাশ টাকার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে থাকে তাই তাদের জন্য এই বিষয় জানা খুব দরকার।

নতুন ভারতীয় মুদ্রা নোট

নতুন নোট গুলো মহাত্মা গান্ধী সিরিজের অন্তর্গত আনা হবে এবং এতে নতুন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহত্রার ছবি থাকবে। আর ৫০০ টাকার নোটের সঙ্গে ১০ টাকার নোট আনা হবে বলে মনে করা হচ্ছে ও পুরনো সকল নোটের সঙ্গে সকল কিছু তথ্য মানান সই থাকতে হবে। কিন্তু কবে থেকে এই নতুন ধরণের নোট বাজারে আনা হবে ও গ্রাহকরা নিজেদের হাতে পাবে সেই নিয়ে এখন কিছু জানানো হয়নি।

আরও পড়ুন:- SSC মামলায় নতুন নিয়োগ কবে থেকে শুরু? এবারে কারা যোগ্য? বিস্তারিত জেনে নিন

পুরনো ৫০০ টাকার নোট বাতিল?

তাহলে এবারে অনেকের মনে হচ্ছে যে তাহলে কি বিগত সকল বছরের মতোই কি এবারেও এই পুরনো ৫০০ টাকার নোট কি বাতিল করে দেওয়া হবে? কিন্তু এই নিয়ে রিজার্ভ ব্যাংকের তরফে সাফ জানানো হয়েছে যে এই রকমের কোন চিন্তা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং পুরনো সকল নোট বৈধ তাই কোন রকমের গুজবে কান দেবেন না আর ভয় পাবেন না নাগরিকদের এই বার্তা দিয়েছেন নতুন গভর্নর।

আর এরই সঙ্গে এবারে নতুন ১০০ ও ২০০ টাকার নোট নিয়েও বড় খবর পাওয়া গেছে, গভর্নর জানিয়েছেন যে আগামী দিনে এই দুই নতুন নোটও আনা হবে। নতুন যেই নোটই আনা হোক না কেন এখন সকল পুরনো নোট বৈধ থাকবে এমনটাই মনে করছেন অনেকে। তাই কোন ধরণের গুজবে কান না দিয়ে সকলের উচিত সতর্ক থাকা এবং সঠিক তথ্য পাওয়ার জন্য নিজের ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নেওয়া।

আরও পড়ুন:- ভেজাল-বিষাক্ত পনিরে ছেয়ে গিয়েছে বাজার, কিভাবে ভেজাল পনির চিনবেন জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন