নতুন OBC সংরক্ষণে হাইকোর্টের স্থগিতাদেশ ! বিপাকে পড়ুয়ারা ও চাকরি প্রার্থীরা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের নতুন ওবিসি সংরক্ষণ তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশ। হাইকোর্টে ধাক্কা খেল রাজ্যের ওবিসি তালিকাভুক্তরা , সমস্যায় পড়ুয়ারা ও চাকরি-প্রার্থীরা! রাজ্য সরকারের নতুন ওবিসি তালিকা ও বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে কলেজে ভর্তি ও চাকরি নিয়োগে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আরও পড়ুন : ফের ধূসর তালিকায় ঠাঁই হবে পাকিস্তানের! পহেলগাঁও নিয়ে কড়া বিবৃতি দিল এফএটিএফ

মঙ্গলবার হাইকোর্টের দুই বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থা জানিয়ে দেন, রাজ্য সরকার যেসব নতুন জাতিকে ওবিসি তালিকায় যুক্ত করেছে, তা আপাতত স্থগিত থাকবে। তবে ২০১০ সালের আগের ওবিসি তালিকায় থাকা ৬৬টি গোষ্ঠীর ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য নয়।রাজ্য সরকার ইতিমধ্যে ১৪০টি নতুন জাতিকে অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করেছিল ওবিসি র, সেই তালিকায় আপাতত কোনো কাজ হবে না বলে জানান কোর্ট। এই স্থগিতাদেশ আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী শুনানি হবে ২৪ জুলাই হবে।

কোর্টের এই আদেশের ফলে কলেজ ভর্তি, WBSSC সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানায়, পড়ুয়াদের কলেজে ভর্তি নিয়ে চিন্তার কিছু নেই। রাজ্যের কলেজে ভর্তির পোর্টাল আগামীকাল ১৮ জুন সকাল ১০টা থেকে চালু হবে এবং প্রথম পর্যায়ের আবেদন চলবে ১ জুলাই পর্যন্ত। আবেদন করা যাবে একসঙ্গে ২৫ মতো কলেজ ও বিষয়ে। পুরো ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে। অ্যাডমিশন চার্জ লাগবে না।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন