নথি ছাড়াই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন। কিভাবে পাবেন জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এখন পার্সোনাল লোনএকজন ব্যক্তি যে পরিমাণ অর্থ উপার্জন করেন, অনেক সময় এমন পরিস্থিতি আসে সেই অর্থ দিয়ে কোন বিপদ মোকাবেলা করা সম্ভবপর হয় না। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে একত্রে অনেক গুলো টাকার প্রয়োজন এসে যায়, সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ লোন নেওয়ার চিন্তাভাবনা করেন। অনেকে আবার এই লোন নেওয়ার ঝুঁকি ঝামেলা না পোহানোর জন্য লোন নেওয়া থেকে বিরত থাকেন, তবে বর্তমানে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন পাওয়ার সুবিধা রয়েছে।

ডকুমেন্ট ছাড়াই তাৎক্ষণিক ঋণ বা পার্সোনাল লোন পাবেন

ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি পার্সোনালের লোনের জন্য আবেদন করতে পারেন। পার্সোনাল লোন হিসেবে আপনি বাড়ি তৈরি করার জন্য, গাড়ি কেনা, পড়াশোনার জন্য কিংবা চিকিৎসার জন্য লোন আবেদন করতে পারেন। ব্যাংক থেকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেওয়ার পর লোনের সুদ পরিশোধ করার একটা চিন্তা প্রত্যেকেরই মাথায় থাকে।

একটি টাকাও জমা ছাড়াই ইনস্ট্যান্ট পার্সোনাল লোন

খুব কম সুদে কোন পদ্ধতিতে আবেদন করলে আপনি খুব সহজেই পার্সোনাল লোন পেয়ে যাবেন সে সংক্রান্ত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। সম্পূর্ণ তথ্য জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার কেমন হবে তা অনেক গুলি বিষয়ের উপর নির্ভর করে। ক্রেডিট স্কোর, ঋণ গ্রহীতার যোগ্যতা।

অল্প সময়ে, নথি ছাড়াই দ্রুত পার্সোনাল লোন

চাকরি বা ব্যবসা যা থেকে উপার্জন করেন আপনি তার স্থিতিশীলতা ইত্যাদি বিষয় সুদের হার নিয়ন্ত্রণ করে। তবে এর পরেও এমন কিছু কিছু ব্যাংক আছে যেখানে তুলনায় অনেক কম সুদে ব্যক্তিগত পার্সোনাল লোন ঋণ নেওয়া যায়। কোন ব্যাংকে লোনের ওপর সুদের হার কত জেনে নেওয়া যাক, আর যে কোন ধরণের ঋণ নেওয়ার আগে গ্রাহকদের উচিত যে সেই সম্পর্কে সকল তথ্য জেনে নেওয়া, নইলে কোন না কোন সমস্যা হতে পারে।

আরও পড়ুন:- আনন্দধারা প্রকল্পের অধীনে প্রচুর মহিলা কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতিসহ বিস্তারিত দেখে নিন

একটি টাকাও জমা ছাড়াই পার্সোনাল লোন

ICICI Bank Loan :- প্রাইভেট ব্যাংক হিসেবে ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক হল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গেলে ১০.৬৫ থেকে ১৬ শতাংশ পর্যন্ত সুদ গুণতে হতে পারে।এখানে ঋণ মঞ্জুর হওয়ার জন্য ২.৫ শতাংশ প্রসেসিং চার্জ লাগে।

SBI Loan & HDFC Bank Instant Loan :- ভারতের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক এইচডিএফসি। ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার ১০.৫ থেকে ২৪ শতাংশ পর্যন্ত। প্রসেসিং চার্জ লাগে মাত্র ৪৯৯৯ টাকা। স্টেট ব্যাংক ১২.৩০ থেকে ১৪.৩০ শতাংশ হারে ব্যক্তিগত ঋণ নেওয়া যায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। তবে এই ব্যাংকের কর্মীদের ক্ষেত্রে কিছু ছাড় রয়েছে। তাদের ক্ষেত্রে ১১.৩০ থেকে ১৩.৮০ শতাংশ সুদে ব্যক্তিগত ঋণ দেওয়া হয় এই ব্যাংকে।

Bank of Baroda & Punjab National Bank :- প্রথমত বেসরকারি কর্মীদের ক্ষেত্রে সুদের হার ১৩.১৫ থেকে ১৬.৭৫ শতাংশ এবং সরকারি কর্মীদের ক্ষেত্রে সুদের হার ১২.৪০ থেকে ১৬.৭৫ শতাংশ। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সুদের হার ১৩.৭৫ থেকে ১৭.২৫ শতাংশ, তবে এই হার অনেকটাই নির্ভর করে ঋণ গ্রহীতার ক্রেডিট স্কোরের উপরে। তবে সরকারি কর্মীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। তারা এই ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিলে ১২.৭৫ থেকে ১৫.২৫ শতাংশ সুদ দিতে হবে।

আপনার যে ব্যাংকে বই রয়েছে সেই ব্যাংকে আপনার কেওয়াইসি জমা দেওয়ার জন্য যেহেতু আপনার বিভিন্ন ডকুমেন্ট আগে থেকেই থাকে, তাই লোন নেওয়ার জন্য আলাদা করে কোন ডকুমেন্ট শো করতে হয় না। শুধুমাত্র আপনার ক্রেডিট স্কোর ভালো থাকলেই আপনি কয়েক মিনিটের মধ্যে লোনের জন্য আবেদন করলে আপনার সমস্ত ডকুমেন্ট সঠিক থাকলে আপনার লোন গ্রান্টেড হয়ে যাবে।

আরও পড়ুন:- ট্যাংরা-কাণ্ডে নাবালকের দায়িত্ব নিতে নারাজ আত্মীয়রা। চিন্তায় লালবাজার

আরও পড়ুন:- সুগার থাকলে অবশ্যই খান এই ৫ ফল, খুব উপকার পাবেন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন