নববর্ষের সেলে ১১০০০ টাকার কমে সেরা 5G স্মার্টফোন, তালিকা দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী ১৫ ই এপ্রিল বাঙালি নববর্ষ আর এই সময়ে স্মার্টফোন কিনতে পছন্দ করেন অনেকেই। আর যদি একটু কম দামে সেরা মোবাইল ফোন পাওয়া যায় তাহলে তো আর কোন কথাই নেই। তাই আজকে কয়েকটা কম বাজেটের স্মার্টফোন সম্পর্কে আলোচনা করতে চলেছি। সময়ের সাথে সাথে নতুন প্রযুক্তির আবিষ্কার এবং সেই সাথে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিত্য নতুন ফিচার সম্পন্ন মোবাইল ফোন প্রতিদিন আসছে বাজারে।
নববর্ষে কম দামে সেরা 5G স্মার্টফোনের তালিকা

বাজেটে সেরা 5G স্মার্টফোনের তালিকা

মানুষের চাহিদার সাথে পাল্লা দিয়ে একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে যেই গুলি ইতি মধ্যেই বাজারে সাড়া ফেলে দিয়েছে। অথচ দাম রয়েছে আপনার বাজেটের মধ্যে – এমন কয়েকটি স্মার্ট ফোনের খোজ দিতে চলেছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। আপনিও যদি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ফোনের খোজ করছেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
বেস্ট 5G স্মার্টফোন ১১,০০০ টাকার মধ্যে

‘সাধ আছে সাধ্য নেই’ এমন একটা কথা শোনা যায়, কিন্তু এখানে সেই কথাটি প্রযোজ্য নয়। আপনার সাধ্যের মধ্যেই আপনার শখের ফোন আপনি পেয়ে যাবেন আপনার নিজের হাতে, হ্যাঁ, ঠিকই শুনছেন! সম্প্রতি অ্যামাজন সাইটে দুর্দান্ত ছাড়ে 5G স্মার্টফোন বিক্রি চলছে। এই অফারের মধ্যে ঝটপট ক্রয় করে নিন আপনার পছন্দের 5G স্মার্টফোন। কোন কোন স্মার্টফোন সেরা সেরা তালিকায় রয়েছে জানতে হবে তো? দেখে নিন সেই তালিকা।
১১,০০০ টাকার মধ্যে সেরা 5G মোবাইল ফোন

আরও পড়ুন:- মাসে 31,000 টাকা বেতনে কলকাতা এয়ারপোর্টে নতুন কর্মী নিয়োগ। শীঘ্রই আবেদন করুন

Samsung Galaxy M06 :- সম্প্রতি অ্যামাজন সাইটে স্যামসাং গ্যালাক্সি এম 06 5G ফোনটি 9499 টাকায় বিক্রি হচ্ছে, সেই সাথে পেয়ে যাবেন ৫০০ টাকার কুপন ফ্রি। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট, 50 MP মেইন ক্যামেরা সহ 8 MP সেলফি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি ফাস্ট চার্জিং মতো ফিচার রয়েছে। আপনার যদি ফটো তোলার শখ থাকে কিংবা ফোনের র‍্যাম বা স্টোরেজ বেশি দরকার তাহলে এই ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতেই পারেন।

Best Smartphone Under 11000 in Bengali New Year

Samsung Galaxy M16 5G :- অ্যামাজন সাইটে স্যামসাং গ্যালাক্সি এম16 ফোনটি 11,499 টাকা দামে বিক্রি হচ্ছে। এই দামে ফোনটি ক্রয় করতে হলে গ্রাহকদের Axis বা HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের মাধ্যমে কিনতে হবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটে কাজ করে। এতে 50 MP মেইন লেন্স এবং 13 MP সেলফি ক্যামেরা দেওয়া। ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 mAh ব্যাটারি সাপোর্ট করে।

Redmi 14 C 5G :- অ্যামাজন সাইটে এই রেডমি কোম্পানির ফোনটি 9499 টাকার দামে ক্রয় করতে পারবেন। রেডমি 14 C 5G ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট রয়েছে। এতে 50 MP মেইন ক্যামেরা এবং 5 MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 33 W ফাস্ট চার্জিং সহ 5160 mAh ব্যাটারি সাপোর্ট করে।

realme NARZO N65 :- রিয়েলমির এই ফোনটি দাম রয়েছে 12,498 টাকা। আপনি যদি অ্যামাজন সাইট থেকে এই ফোনটি ক্রয় করতে চান তাহলে 2250 টাকার ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন, ফলে ফোনের দাম পড়বে 10,248 টাকা। এই ফোনে 6 GB + 128 GB স্টোরেজ, ডাইমেনসিটি 6300 5G চিপসেট, 50 MP AI ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি দেওয়া রয়েছে।

POCO X6 Neo :- অ্যামাজন সাইটে এই ফোনটি অফার দিয়ে 10,499 টাকার দামে বিক্রি হচ্ছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট, 108 MP মেইন ক্যামেরা সহ 16 MP সেলফি ক্যামেরা পাওয়া যাবে। চার্জ দিতে ফোনে 33 W ফাস্ট চার্জিং সহ 5000 mAh এর বড় ব্যাটারি রয়েছে। আপনি যদি খুব কম বাজেটের মধ্যে ভালো ডিভাইস চান তাহলে এই সকল ফোনের মধ্যে যে কোন একটি বেছে নিতে পারবেন।

আরও পড়ুন:- বদলে যাচ্ছে UPI পেমেন্টে টাকা লেনদেনের পদ্ধতি, বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন