Bangla News Dunia , Pallab : সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসির (SSC) প্যানেল। এক লহমায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। এই পরিস্থিতিতে নবান্ন অভিযানের ডাক দিলেন চাকরিহারারা। আগামী ২১ এপ্রিল নবান্ন অভিযানের (Nabanna Abhiyan) ডাক দিয়েছেন চাকরিহারারা।
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
শনিবার চাকরিহারারা সাংবাদিক বৈঠক করেন। বৈঠক থেকে তাঁরা সাফ জানান, ‘এর আগেও আমরা একাধিকবার সম্মিলিতভাবে কর্মসূচি নিয়েছি। কিন্তু প্রশাসনের কোনও সদর্থক ভূমিকা দেখতে পাইনি। আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী মানবিক। কিন্তু উনি অমানবিক মুখ্যমন্ত্রী। সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষকা ও শিক্ষা কর্মীরা। আমারও এই বঞ্চনার শিকার। আমরা আর প্রতিশ্রুতি নয়, স্পষ্ট বার্তা চাই, বাস্তবায়ন চাই।’
এখানেই না থেমে তাঁরা আরও বলেন, ‘পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিলের মধ্যে প্রতিটি মঞ্চের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী যদি আলোচনা না করেন, সমস্যার সমাধান না করেন তাহলে আমাদের এই কর্মসূচি বহাল থাকবে। আমরা এখনও মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) উপরে আস্থা রেখেছি। আর কত দিন! আমরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছি, সে কারণে আমাদের প্রত্যেকটা দিন ভয়ের মধ্যে দিয়ে কাটাতে হয়। আমরা বেকার ভাতা চাই না।’
উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল চাকরি প্রার্থীরা সম্মিলিতভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা এই অভিযানে অংশ নেবেন বলে জানান তাঁরা। সকলের নজর এখন ২১ এপ্রিলের দিকে।