Bangla News Dunia, Pallab : কিশনগঞ্জ (Kishanganj) জেলার পাহাড়কাট্টা থানা এলাকার পানাসী গ্রামে সোমবার ঈদের নমাজ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মূলত বিহার ও উত্তরবঙ্গের নামাজিদের মধ্যে বিবাদ ও মারপিট হয় বলে জানা গেছে। পানাসি গ্রামে একটি প্রাচীন ঈদগাহ ময়দান আছে।
আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে
১৯৫৬ সালে বিহার বাংলা বিভাজনের ফলে, পানাসি গ্রামের ঈদগাহ ময়দান বিহারের (Bihar) কিশনগঞ্জ জেলার পাহাড়কাট্টা থানার আওতায় পড়ে। কিন্তু সেইসময় উভয় রাজ্যের প্রবীণরা ঠিক করেন ঈদ বা যেকোনও ধর্মীয় অনুষ্ঠানে প্রথমে বাংলার বাসিন্দারা নমাজ পড়বেন। সেইমতো এদিন ইসলামপুর এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ নমাজ পড়া শুরু করেন। তাদের সময় ছিল সকাল ৯টা পর্যন্ত।
কিন্তু সাড়ে ৯টা বেজে যাওয়ায় স্থানীয় পানাসি গ্রামের বাসিন্দাদের সঙ্গে বিবাদ শুরু হয়। অভিযোগ, একপক্ষ অপরপক্ষের উপর হামলা চালায়। মহকুমা পুলিশ আধিকারিক মঙ্গলেশ কুমার সিং জানান, পুলিশ (Police) সময় মতো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।