নয়ডা ল্যাম্বোর্গিনি কাণ্ড : FIR-এ নাম নেই চালকের !নাম জড়াল ইউটিউবারের  

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : সম্প্রতি নয়ডাতে একটি ল্যাম্বোর্গিনি গাড়ি চালিয়ে ফুটপাথে বসে থাকা দুই শ্রমিককে ধাক্কা মারে এক ব্যক্তি। তাঁকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু সূত্রের খবর, এই ঘটনায় প্রাথমিকভাবে দায়ের করা এফআইআরে প্রথমে নামই ছিলনা ধৃত গাড়ি চালকের। তাঁকে অজ্ঞাত পরিচয় বলে উল্লেখ করা হয়েছিল। আর এরপরেই অভিযোগ ওঠে যে, পুলিশ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। যদিও পুলিশের তরফে পরবর্তীতে দীপক নামের ওই ব্যক্তির নাম এফআইআরে নথিভুক্ত করা হয়। ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে নয়ডা পুলিশ জানিয়েছে, তাঁদের কাছে যখন প্রথম অভিযোগটি করা হয়েছিল সেসময় অভিযোগকারী ব্যক্তি ওই চালকের নাম ও ঠিকানা জানত না। পরে তদন্তে ধৃত চালকের নাম জানা যায়।

আরও পড়ুন : এপ্রিল মাসে বদলে যাচ্ছে ব্যাংকের এই নিয়মগুলি, না জানলে পড়তে হতে পারে বিপদে

তদন্তে আরও জানা গিয়েছে যে, ধৃত চালক আদতে ওই গাড়ির মালিক নন। বরং গাড়িটির আসল মালিক মৃদুল তিওয়ারি নামের এক ইউটিউবার। সমাজমাধ্যমে তাঁর প্রায় ১৯ মিলিয়ন ফলোয়ার আছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, মৃদুল তাঁর গাড়িটি বিক্রি করবার জন্য আজমেরের গাড়ি ব্যবসায়ী দীপকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গতকাল গাড়িটি টেস্ট ড্রাইভ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দীপক এবং ঘটে যায় এই দুর্ঘটনা। তবে দুর্ঘটনার সময় মৃদুল গাড়িটিতে ছিলেন না।

আরো পড়ুন : কিভাবে ফ্রিতে গুগল সার্টিফাইড কোর্স করবেন? বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন