নয়া নিয়ম আসতেই একধাক্কায় রিচার্জের দাম কমাল Airtel-Jio !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

airtel-1999-recharge-plan

Bangla News Dunia, Pallab : এ বছরের শুরুর পর থেকেই গ্রাহকদের স্বার্থে একাধিক নিয়ম চালু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India)। যার ফলে বাড়তে থাকা মোবাইল রিচার্জের দামের উপর কিছুটা রাশ টানা গেছে। এমনকি ডেটা ব্যবহার না করলেও যে অপ্ৰয়োজনীয় খরচ হচ্ছিল সেটার জন্য ভয়েস অনলি প্ল্যানও চালু করা হয়েছে। আর এবার জানা গেল গ্রাহকদের সুখবর দিয়ে মোবাইল রিচার্জের দাম কমালো Airtel ও Jio।

আরও পড়ুন:– ডিভোর্স তো শুনেছেন, গ্রে ডিভোর্স শুনেছেন কি, এই ডিভোর্স এখন বাড়ছে

রিচার্জের দাম কমালো Airtel ও Jio

ট্রাইয়ের নির্দেশ মেনে ইতিমধ্যেই শুধুমাত্র কলিংয়ের জন্য রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে Jio, Airtel, Vi থেকে BSNL। এই রিচাজগুলিতে ডেটা একেবারেই নেই, তবুও দাম খুব একটা কম ছিল না যার জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় কোম্পানিগুলিকে। যার ফলে এবার এয়ারটেল ও জিও দুজনেই নিজেদের ভয়েস অনলি প্ল্যানের দাম কমানোর কথা ঘোষণা করেছে।

Jio এর ভয়েস অনলি প্ল্যান

জিও এর তরফ থেকে দুটি ভয়েস অনলি প্ল্যান লঞ্চ করা হয়েছে। যার মধ্যে একটি হল ৪৫৮ টাকা, এতে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি ১০০০ টি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। তবে এই প্ল্যানটির দাম বর্তমানে ১০ টাকা কমিয়ে ৪৪৮ টাকা করে দেওয়া হয়েছে।

এছাড়া গোটা বছরের জন্য ভয়েস অনলি প্ল্যান আনা হয়েছিল, যাতে ৩৬০০টি এসএমএস পাওয়া যাবে। এর জন্য ১৯৫৮ টাকা খরচ হবে ও ৩৩৬ দিনের বৈধতা পাওয়া যাবে। তবে এই প্ল্যানটির দামও ২১০ টাকা কমিয়ে ১৭৪৮ টাকা করা হয়েছে। তবে এক্ষেত্রে গ্রাহকদের মনে রাখতে হবে ৪৪৮ টাকার প্ল্যানটি রিচার্জ করলে আলাদা করে ডেটা প্যাক রিচার্জ করা যাবে না।

রিচার্জ প্ল্যানের দাম কমালো Airtel

Jio এর মত এয়ারটেলও দুটি প্ল্যান লঞ্চ করেছিল। যার মধ্যে একটি ৪৯৯ টাকা, এর বদলে ৮৪ দিনের জন্য আনলিমিটেড কলিং ও ৯০০ টি ফ্রি এসএমএস পাওয়া যেত। তবে এই প্ল্যানের দাম বর্তমানে ৩০ টাকা কমিয়ে ৪৬৯ টাকা করে দেওয়া হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন