নয়া পদ্ধতিতে আজ থেকে শুরু উচ্চমাধ্যমিকের প্রথম সিমেস্টারের পরীক্ষা, প্রশ্নপত্রে থাকবে বার কোড

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News  Dunia  Desk : নয়া পদ্ধতিতে সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক ( এইচএস পরীক্ষা ) প্রথম সিমেস্টারের পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০। ঘন্টা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। তবে মিউজিক, ভিসুয়াল আর্টস ও ভোকেশনাল বিষয়ের পরীক্ষা ১০ থেকে শুরু হবে ১০টা বেজে ৪৫ মিনিটে। ৬ লক্ষ ৬০ হাজার ছাত্র- আন্দোলন চেষ্টা। গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ৯ হাজার। পরীক্ষা চালানো ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এ বছর ছাত্রদের বেরোই পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের সিল খোলা হবে। প্রশ্নপত্র থাকবে বার কোড। উত্তর দেওয়া হবে। এর সাহায্যে কোন কেন্দ্র থেকে এবং পরীক্ষার্থীকে চিহ্নিত করা যাবে বলে মধ্যম উচ্চ শিক্ষা সংসদ।

প্রথম প্রথম পরীক্ষা হবে ওএমআর ( ওএমআর ) শিরোনাম। উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৩.০৭ শতাংশ ছাত্র এবং ৫৬.০৩ শতাংশ শতাংশ। প্রথম প্রথম পরীক্ষায় মেন ভেনুর সংখ্যা ৮১৮। পরীক্ষাকেন্দ্রে থাকবে সিটিভি। কোনো বৈদ্যুতিন দ্রব্য পরীক্ষাকেন্দ্রে করা হবে না বলে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন