নরম হওয়ার দিন শেষ ! ডালাসের ঘটনায় ট্রাম্প

By Bangla News Dunia Dinesh

Published on:

আমেরিকায় অবৈধ অভিবাসীদের প্রতি নরম হওয়ার দিন শেষ! টেক্সাসের (Texas) ডালাসে ভারতীয় প্রৌঢ়ের খুনের ঘটনার পর মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

চন্দ্র নাগামাল্লাইয়া নামে ওই প্রৌঢ়ের মাথা কেটে নেওয়া হয় তাঁর স্ত্রী এবং পুত্রের সামনে। তারপর সেই মুণ্ড লাথি মারতে মারতে প্রকাশ্য রাস্তা দিয়ে হেঁটে যায় অভিযুক্ত। পরে তাকে গ্রেপ্তার করেছে আমেরিকার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত কিউবার নাগরিক। তার কাছে অভিবাসনের বৈধ কাগজপত্র নেই। এই ঘটনার পর আমেরিকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে থাকে। এসবের মাঝে এবার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ফের সরব হন ট্রাম্প।

সোশ্যাল মিডিয়ায় (Social Media) মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ডালাসে চন্দ্র নাগামাল্লাইয়ার খুনের ঘটনা সম্পর্কে আমি অবগত। স্ত্রী এবং সন্তানের সামনে তাঁর মাথা কেটে নেওয়া হয়েছে। কাজটা করেছেন এক অবৈধ অভিবাসী, যে কিউবা থেকে এখানে এসেছিল। কখনও তার এখানে ঢুকতে পারার কথা ছিল না। এর আগেও এই লোকটি শিশুনিগ্রহ, গাড়ি চুরির মতো অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল। জো বাইডেনের অপদার্থ সরকার তাকে আটকে রাখতে পারেনি। কিউবাও একে চায় না।’

অবৈধ অভিবাসনের বিরুদ্ধে বার্তা দিয়ে ট্রাম্প লেখেন, ‘অবৈধ অভিবাসীদের নিয়ে নরম হওয়ার দিন এখন শেষ, নিশ্চিন্ত থাকুন। আমার প্রশাসনের আধিকারিকেরা ভালো কাজ করছেন। আমেরিকাকে আবার আমরা নিরাপদ, সুরক্ষিত করে তুলব। অপরাধী আমাদের হেপাজতে রয়েছে। খুনের অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন