Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগামী 2 এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আমদানিকৃত পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে চলেছে ৷ যে তালিকায় ভারত-সহ বিশ্বের একাধিক দেশ রয়েছে ৷ তার আগে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায় ৷ মোদিকে ‘খবুই চতুর একজন ব্যক্তি’ বলে উল্লেখ করলেন তিনি ৷ তবে, ভারতের উচ্চ শুল্কনীতি নিয়েও হতাশা শোনা গেল ট্রাম্পের কথায় ৷
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প মোদিকে নিজের ‘খুব ভালো বন্ধু’ বলে উল্লেখ করেন ৷ তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন চতুর ব্যক্তি এবং আমার খুব ভালো বন্ধুও বটে ৷ আমাদের মধ্য খুব ভালো কথা হয়েছে ৷ আমি মনে করি ভারত এবং আমাদের দেশের মধ্যে সম্পর্ক খুব ভালো এগোবে ৷ আর আমি বলতে চাই আপনারা একজন ভালো প্রধানমন্ত্রী পেয়েছেন ৷”
কিন্তু, এরপরেই ট্রাম্পের কথায় চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ভারতের উচ্চ হারে শুল্ক আরোপের বিষয়টি ৷ যা নিয়ে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক ভালো হলেও, বিশ্বে উচ্চহারে শুল্ক আরোপকারী দেশের মধ্যে অন্যতম ভারত ৷ এটা খুবই নির্মম ব্যাপার ! খুবই নির্মম ৷ আশা করছি ওরা এই শুল্কের হার কমাবে ৷ আমরাও 2 এপ্রিল থেকে ওদের উপর সম পরিমাণ শুল্ক আরোপ করব, যা তারা আমাদের পণ্যে লাগু করবে ৷”
উল্লেখ্য, ভারত-সহ বিশ্বের বেশ কিছু দেশের উচ্চ শুল্কনীতি নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ যে সব দেশ শুল্কেহার কমাবে না, তাদের উপর সম পরিমাণ শুল্ক আরোপ করার কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি ৷ যা আগামী 2 এপ্রিল থেকে লাগু হচ্ছে ৷ তবে, বেশকিছু দেশের ক্ষেত্রে এই নীতি এখনই চালু হবে না-বলে জানিয়েছেন ট্রাম্প ৷ কিন্তু, সেই তালিকায় ভারত থাকে কি না, তা সময় বলবে ৷
আর সেই দিকেই তাকিয়ে রয়েছে ভারতের শিল্পপতিরা ৷ উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই মার্কিন সফরে গিয়েছিলেন ট্রাম্প ৷ সেখানে দু’দেশের বাণিজ্যনীতি নিয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৷ সেখানে ভারতের শুল্কনীতি নিয়ে নিজের অসন্তোষ চেপে রাখেননি মার্কিন প্রেসিডেন্ট ৷ এবার ভারত সরকার তার বৈদেশিক বাণিজ্যনীতি বদল করে কি না ! তার উপরেই নির্ভর করছে মার্কিনপণ্য আমদানির ক্ষেত্রে ভারতীয় শিল্পপতিদের কত পরিমাণ শুল্ক দিতে হবে ৷
আরও পড়ুন:- গরমে এসি চালু করবেন ? বিপদ এড়াতে অবশ্যই জেনে নিন এই জিনিস
আরও পড়ুন:- মারধর-বকাঝকা না করেও বাচ্চাদের বশে আনুন, বাবা মায়েদের জন্য ১০ টিপস