নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে ১৪ বছর খালি পায়ে, দেখা হল, তারপর….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- তখনও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হননি। সেই সময় থেকেই তাঁর অন্ধ ভক্ত ছিলেন এক ব্যক্তি। শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে এবং তারপর তাঁর সঙ্গে দেখা করলে তবেই তিনি জুতো পায়ে দেবেন। অন্যথা কখনও পায়ে জুতো গলাবেন না।

তারপর ভারতীয় রাজনীতি অনেক পালাবদল দেখেছে। ১৪ বছরে দেশ অনেকটাই বদলেছে। প্রধানমন্ত্রী হিসাবে ১১ বছর কাটিয়ে ফেলেছেন নরেন্দ্র মোদী।

আর এই ১৪ বছরে প্রবল গ্রীষ্মের ভয়ংকর গরম হোক বা কনকনে শীতকাল, অথবা কাদা জলে ভরা বর্ষা, দেশের এক কোণায় তাঁর অন্ধ এক ভক্ত কিন্তু নিজের অবস্থান থেকে এতটুকু পিছপা হননি। তিনি স্থির করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে দেখা করলে তবেই তিনি পায়ে জুতো দেবেন।

তাঁর সেই স্বপ্ন ১৪ বছর পর সফল হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার যমুনানগরে তাঁর সঙ্গে দেখা করলেন। হরিয়ানার কৈথালের বাসিন্দা রামপাল কাশ্যপ খালি পায়ে হেঁটে এলেন প্রধানমন্ত্রীর সামনে।

প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে করমর্দন করে তাঁকে কাছে টেনে নিলেন। কথা বললেন তাঁর সঙ্গে। তারপর সোফায় নিজের পাশে বসিয়ে তাঁর হাতে তুলে দিলেন এক জোড়া জুতো। একটি জুতোর ফিতে বাঁধতেও রামপালকে সাহায্য করলেন প্রধানমন্ত্রী। রামপাল আপ্লুত। তাঁর এই ১৪ বছরের ধনুরভাঙা পণ অবশেষে সত্যি হল।

প্রধানমন্ত্রী এদিন বলেন, রামপালের মত মানুষের এই ত্যাগ নেহাত কম কথা নয়। ১৪ বছর ধরে এভাবে টানা খালিপায়ে কাটানো মুখের কথা নয়। এটা শুধু তাঁর প্রাপ্তি নয়, এটা দেশের নতুন দিশায় হেঁটে চলার পথে দেশবাসীর মিলিত শক্তি। তবে এদিন রামপালকে এমন পণ আর না করে বরং দেশকে গড়ে তোলা ও সমাজসেবার পথে একাগ্র হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন