Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নলকূপের পাইপ বসাতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটে গেল কোচবিহারে। পাইপ আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হল ৩ জনের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ঘটনাটি ঘটে কোচবিহারের শীতলকুচিতে। কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন:- কালো জল: কেন ক্রমে বাড়ছে এর জনপ্রিয়তা ? জানতে বিস্তারিত পড়ুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় পরিমল বর্মনের খেতের পাশে নলকূপ বসানোর কাজ নিয়েছিলেন তিনজন। যশো মিয়াঁ, সহিদুল মিয়াঁ ও আজিজার রহমান নামে তিন ব্যক্তি গিয়েছিল। কাজ করার সময় পাইপটি ধরে ছিলেন। সেই সময় হাতে ধরা ধাতব পাইপটি বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারে লেগে যায়। সেই সময় পাইপটি ধরেছিলেন যশো মিয়াঁ ও সহিদুল মিয়াঁ। ওই ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা।
তাঁদের বাঁচাতে কাচা বাঁশ দিয়ে আঘাত করতে যান আজিজার রহমান। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশের খেতে কাজ করতে থাকা বাসিন্দারা ছুটে এসে তাঁদের বাঁচানোর চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শীতলকুচি থানার পুলিশ। পৌঁছন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহও। দেহ তিনটি উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকায় শোকের ছায়া।
আরও পড়ুন:- বিদ্যুৎ দপ্তরে নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন