Bangla News Dunia, Pallab: পশ্চিম আফ্রিকার নাইজারে (Niger) জঙ্গি হামলায় (Terror attack) মৃত্যু হল দুই ভারতীয় শ্রমিকের (Indians killed)। সেই সঙ্গে অপহরণ (Abducted) করা হয়েছে আরও এক ভারতীয় শ্রমিককে। নাইজারে অবস্থিত ভারতীয় দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন : কেন্দ্রীয় সরকারের নিশ্চিন্ত অবসর প্রকল্প, মাসে ৫০০০ টাকা পেনশন ! জানুন বিস্তারিত
ভারতীয় দূতাবাসের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলাটি ঘটেছে গত মঙ্গলবার অর্থাৎ ১৫ জুলাই। নিহতদের মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে এবং অপহৃত ব্যক্তির নিরাপদ মুক্তি নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নাইজারের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশটির রাজধানী নিয়ামে থেকে ১৪০ কিলোমিটার দূরে দোসোতে একটি নির্মীয়মান আবাসনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেখানেই শ্রমিকের কাজ করতেন ওই ভারতীয়রা। নিহত দুই ভারতীয় শ্রমিকরা হলেন, গণেশ কারমালি ও কৃষ্ণান। এদের মধ্যে একজন ঝাড়খণ্ডের বোকারো জেলার বাসিন্দা। অপরজনের বাড়ি দক্ষিণ ভারতে বলে জানা গিয়েছে। এছাড়া অপহৃত শ্রমিকের নাম রঞ্জিত সিং। বাড়ি জম্মু-কাশ্মীরে।
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে নাইজারে বিদেশিদেরই মূলত টার্গেট করছে জঙ্গিরা। চলতি বছরই বেশ কয়েকটি অপহরণের ঘটনা সামনে এসেছে। গত এপ্রিল মাসেই নাইজারে বসবাসকারী একজন অস্ট্রিয়ান মহিলা, একজন সুইস মহিলা এবং পাঁচজন ভারতীয় শ্রমিককে অপহরণ করা হয়েছিল। মূলত বহু বছর ধরে আল-কায়েদা এবং ইসলামিক স্টেট গ্রুপের মতো জিহাদি সংগঠনগুলির লড়াই চলছে নাইজারে। বিশেষত, ২০২৩ সালের জুলাই মাসে সেনা অভ্যুত্থানে সরকার পতনের পর দেশটির আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারপর থেকে দেশে শান্তি ফিরিয়ে আনতে লড়াই অব্যাহত রয়েছে।
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর