Bangla News Dunia, Pallab : ইকুয়েডরের একটি নাইটক্লাবে বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন আটজন। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রবিবার সকালে গুয়ায়াসের ছোট্ট শহর সান্তা লুসিয়ায় ঘটনাটি ঘটেছে। এর আগেও একাধিকবার গুয়ায়াসে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গত ১৯ জুলাই একটি পুল হলে নয়জনকে গুলি করে খুন করা হয়েছিল। ২৭ জুলাই একটি বারে গুলি চালিয়ে খুন করা হয়েছিল ১৭ জনকে।
আরও পড়ুন : ভারতের উত্থান সহ্য করতে পারছেন না ! ট্রাম্পকে কটাক্ষ করলেন রাজনাথ
গ্যাংওয়ার রুখতে চারটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে ইকুয়েডর সরকার। তার মধ্যে একটি হল গুয়ায়াস। রবিবার ভোরে বন্দুকবাজের গুলিতে সান্তা লুসিয়ায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অপরজন মারা যান। ঘটনার পর সান্তা লুসিয়ায় মোতায়েন করা হয়েছে সেনা ও পুলিশ।
পুলিশ জানিয়েছে, গুলি চালানোর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, নিহতদের মধ্যে নাইটক্লাবের মালিকও ছিলেন, যিনি সান্তা লুসিয়ার মেয়র উবালদো উরকুইজোর ভাই। সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ৪,০৫১টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে দেশটিতে।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়