Bangla News Dunia, Pallab : নাগপুরে হিংসার ঘটনায় আরও ১৪ জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫। ধৃতদের মধ্যে ১০ জন কিশোরও রয়েছে। ৩টি নতুন এফআইআর দায়ের হয়েছে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন
নাগপুরের পুলিশ কমিশনার রবীন্দ্রকুমার সিংহল বলেছেন, ‘হিংসায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনটি নতুন এফআইআরও দায়ের হয়েছে।’ পরিস্থিতি পর্যালোচনা করে কার্ফিউ তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানিয়েছেন।
আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে
মোগল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়েছিল নাগপুরে। হিংসার জেরে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় একাধিক বাড়ি, দোকান। সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। আহত হন ৩৩ জন পুলিশকর্মী। তাঁদের মধ্যে রয়েছেন তিন ডিএসপিও। পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে।