নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত প্রতিবেশী তরুণ! ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ আদালতের

By Bangla News Dunia Dinesh

Published on:

ভগবানগোলা: মুর্শিদাবাদের ভগবানগোলায় (Murshidabad) এক নাবালিকাকে (Minor girl) যৌন নির্যাতনের (Sexual assault) ঘটনায় অবশেষে মিলল ন্যায়বিচার। এই ঘটনায় দোষী সাব্যস্ত প্রতিবেশী তরুণকে শনিবার ২০ বছরের কারাদণ্ডের সাজা শোনাল লালবাগ আদালত।

জানা গিয়েছে, ঘটনাটি ২০২৩ সালের। ওই সময় নাবালিকা বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী এক তরুণ বাড়িতে ঢুকে নাবালিকাকে ঘরে টেনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। পরবর্তীতে তদন্তে নেমে তাজমাইল শেখ নামে ওই প্রতিবেশী তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে বিচারক পকসো ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই সাজার নির্দেশ দেন। পাশাপাশি জেলা আইনি পরিষেবা কেন্দ্রকে নাবালিকার জন্য সাড়ে ৪ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশও দিয়েছেন বিচারক।

এদিন আদালতের এই রায়কে কুর্নিশ জানিয়েছে নির্যাতিতার পরিবার সহ ভগবানগোলা এলাকার বাসিন্দারা। নির্যাতিতার পরিবার জানায়, দোষী সাব্যস্ত তরুণের এই সাজা ঘোষণায় সকলেই খুশি। এই রায়ের ফলে আগামী দিনে মানুষের বিচারব্যবস্থার প্রতি আস্থা অনেক গুণ বেড়ে যাবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন