নামমাত্র মূল্যে দার্জিলিং-সিকিম ঘুরতে যেতে চান ? এইভাবে প্ল্যান করুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বর্ষা শেষে বা গরমে হালকা ঠান্ডার খোঁজে অনেকেই পাহাড়ের দিকে পাড়ি দেন। তবে বাজেট একটা বড় বিষয়। অনেকেই লাক্সারির চেয়ে ভ্যালু ট্রাভেল বা কম খরচে প্রকৃতির মজা নিতে চান। তাই যারা কলকাতা থেকে সস্তায় দার্জিলিং ও সিকিম ঘুরতে চান, তাদের জন্য রইল একেবারে সঠিক গাইড।

কলকাতা থেকে দার্জিলিং-সিকিম সবচেয়ে কম খরচে ঘোরার প্ল্যান: রুট, বাজেট আর দরকারি টিপস
১. কিভাবে যাবেন সবচেয়ে কম খরচে?

ক. কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি (NJP):
ট্রেন: হাওড়া বা সিয়ালদহ থেকে বহু ট্রেন যায় NJP (খরচ: ₹300–₹500 স্লিপার ক্লাসে)।

বাস: সরকারি বাসেও যাওয়া যায় তবে সময় বেশি লাগে।

আরও পড়ুন:- বড় খবর! এবার থেকে মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষরাও ।

খ. NJP থেকে দার্জিলিং:
শেয়ার জিপ/টাটা সুমো: ₹300–₹400 প্রতি জন।

ছোটদের জন্য ভাড়া কিছুটা কম হয়।

গ. দার্জিলিং থেকে সিকিম (গ্যাংটক):

শেয়ার ট্যাক্সি সহজেই পাওয়া যায়, ₹350–₹450 প্রতি জন।

২. বাজেট হোটেল কোথায় পাবেন?
দার্জিলিং: চৌরাস্তা ও গোরা বাজার অঞ্চলে ₹800–₹1200-র মধ্যে ফ্যামিলি হোটেল।

গ্যাংটক: M.G. মার্গের আশেপাশে ₹1000-₹1500-তে ভালো রেটের হোটেল।

৩. ঘোরার জায়গা ও টিপস:
দার্জিলিং: টাইগার হিল, বাতাসিয়া লুপ, জু, চা বাগান

সিকিম: সোমগো লেক (ছাঙ্গু লেক), বাবামন্দির, নাথুলা পাস (পরমিট লাগে)

টিপস: একদিন আগে শেয়ার গাড়ি বুক করুন, গ্রুপে গেলে ভাড়া ভাগ করে সাশ্রয় হবে।

৪. পুরো ট্রিপের খরচ (৫ দিন, ২ জন):
ট্রেন/বাস: ₹1000

স্থানীয় যাতায়াত: ₹2000

হোটেল (৪ রাত): ₹4000

খাবার ও ঘোরাফেরা: ₹3000
মোট আনুমানিক খরচ: ₹10,000–₹12,000

৫. ঘোরার সেরা সময়:
মার্চ–জুন এবং অক্টোবর–ডিসেম্বর। বর্ষা (জুলাই–সেপ্টেম্বর) এড়ানো ভালো।

আরও পড়ুন:- ঠিক এই ভুলে গরমে বার্স্ট করে ফ্রিজ, সাবধান না হলেই শেষ…

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন