নাম পালটে জইশ এখন ‘আল-মুরাবিতুন’

By Bangla News Dunia Dinesh

Published on:

ইসলামাবাদ: দলের নাম বদলে ফেলল পাকিস্তানি জঙ্গিরা (Pakistani militants)। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) পাকিস্তানে নতুন নামে কাজ শুরু করেছে। গোয়েন্দা সূত্রে খবর, সংগঠনটির নতুন নাম হতে যাচ্ছে ‘আল-মুরাবিতুন’ (Al-Murabitun)। এর অর্থ ‘ইসলামের রক্ষাকর্তা’। আগামী সপ্তাহে প্রতিষ্ঠাতা মওলানা মাসুদ আজহার-এর ভাই ইউসুফ আজহারের স্মরণসভায় এই নাম ঘোষণা করা হবে।

২০০১ সালে ভারতীয় সংসদ হামলা, ২৬/১১ মুম্বই হামলা, উরি ও পুলওয়ামায় সেনাঘাঁটিতে হামলা ইত্যাদি কারণে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে কুখ্যাত এই সংগঠনকে। সেইজন্য তহবিল সংগ্রহে সমস্যায় পড়েছে তারা। ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) -এর রিপোর্ট বলছে, জইশ এখন ই-ওয়ালেট ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে টাকা সংগ্রহ করছে।

ইতিমধ্যে পাঁচটি ই-ওয়ালেটের খোঁজ পাওয়া গিয়েছে, যেগুলির সঙ্গে সরাসরি যোগ রয়েছে মাসুদ আজহারের পরিবারের। জঙ্গি সংগঠনের লক্ষ্য, প্রায় ৪০০ কোটি পাকিস্তানি মুদ্রা তুলে ৩০০টিরও বেশি প্রশিক্ষণ কেন্দ্র গড়া।

পহলগাম কাণ্ডের পর ভারতের অপারেশন সিঁদুর অভিযানে বাহাওয়ালপুর ঘাঁটি ধ্বংস হওয়ার পর জইশ পাকিস্তানের গভীরে ঘাঁটি গড়ছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি খাইবার পাখতুনখোয়ায় নতুন সদস্য নিয়োগও শুরু হয়েছে। এইসব কর্মকাণ্ড অবাধে চালানোর জন্যই নাম বদল বলে মনে করা হচ্ছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন