Bangla News Dunia, দীনেশ : আন্তর্জাতিক নারী দিবসে (International Women’s Day 2025) সমস্ত নারীদের বিশেষ বার্তা দিলেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তাঁর মতে, একজন নারীর প্রতিদ্বন্দ্বী অন্য পুরুষ বা নারী নন, তিনি নিজেই। কঙ্গনার কথায়, ‘নিজের ভেতরে থাকা গুণগুলিকে খুঁজে বের করুন। তার প্রকাশ ঘটান। নিজের ভেতরের শক্তির উন্মোচন করুন। তবেই আপনি সার্থক নারী।’
আরও পড়ুন : জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন, চেক ও অনলাইন ডাউনলোড – সম্পূর্ণ পদ্ধতি দেখুন ?
বিভিন্ন সময় নিজের মন্তব্যে বিতর্কে জড়িয়েছেন কঙ্গনা। তবে এদিন কঙ্গনা যেন তাঁর চেনা রূপের বাইরে! তিনি বলেন, ‘আরও বেশি দয়ালু হোন। কৌতূহলী হন। নিজেকে আরও বেশি করে গড়ে তুলুন।’ তাঁর কথায়, ‘পৃথিবীর সমস্ত প্রাণী নারীর ভালোবাসা, দয়া, মায়া পাওয়ার অপেক্ষায় থাকে। এই কারণেই একজন শিশুর মাকে সবচেয়ে বেশি প্রয়োজন।’ তাঁর চোখে নারীশক্তিই (Women Power) প্রকৃত দৈবশক্তি।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
তাঁর যুক্তি, নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে নারীর ‘পুরুষালি’ হওয়ার দরকার নেই। প্রকৃতি নারীর মধ্যে নানা গুণ জন্ম থেকেই সাজিয়ে দেয়। কঙ্গনার বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানিয়েছে সবাই।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা