নাসার সাবধান বাণী : ধেয়ে আসতে চলেছে আফ্রিকার ধুলো ঝড়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia : S. Datta Roy –   নাসা -এনওএ  -এর সুমি এনপিপি স্যাটেলাইটে ধরা পড়েছে যে আফ্রিকার ধুলো ঝড় ধেয়ে আসছে। এই ধুলো ঝড়টি প্রায় ২ হাজার মাইল লম্বা। এই ধুলো ঝড়ের অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরের উপর। বিশেষজ্ঞদের মতে -এই ঝড় স্থলভাগে এসে পড়ার সঙ্গে সঙ্গে এর আকৃতি আরও বিরাট হবে। এর লেজের অংশ এখনো পরিষ্কার নয়।

ধুলো ঝড়

মোটামুটি দিন সাতেক আগে থেকেই উপগ্রহ চিত্রে আফ্রিকার উপকূল থেকে ধুলোর ঝড় আসার ব্যাপারটা লক্ষ্য করা গেছে।মরু অঞ্চলের বায়ু উষ্ণ হওয়ায় ওই বায়ু অতিরিক্ত পরিমানে ধুলো বালি সঞ্চয় করে এবং ধীরে ধীরে শক্তি সন্চয় করে ,যার ফলে এক বিশাল আকৃতির শক্তিশালী ধুলো ঝড়ের সৃষ্টি হয়। এই ঝড়ের প্রভাব খুব মারাত্মক।আকাশ পুরো ঢেকে যায় ,চোখের সামনে সব কিছুকে ধোয়া ধোঁয়া মনে হয়। বালির সঙ্গে ধুলো মিশে গিয়ে এই ধুলো ঝড় সৃষ্টি হয়।

ধুলো ঝড়

ভারতে রাজস্থানের ধুলো ঝড়কে আঁধি বলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে -এই ঝরে উত্তর ও দক্ষিণ আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে শ্বাস -প্রশ্বাসে বেশ অসুবিধা হবে। এই ধুলো ঝড় যখন সাগর পারি দেবে তখন এর আকার প্রায় ৫০০০ মাইল হতে। পারে ধুলো ঝড়ের প্রভাবে সাহারা মরুভূমির পরিমান প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে।

Highlights

১.  আফ্রিকার ধুলো ঝড় ধেয়ে আসছে।

২.  বালির সঙ্গে ধুলো মিশে গিয়ে এই ধুলো ঝড় সৃষ্টি হয়।

৩.  ভারতে রাজস্থানের ধুলো ঝড়কে আঁধি বলে।

ধুলো ঝড়    #  মরুভুমি   #  আফ্রিকা 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন