ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতার আবহে বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (১২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি ছবি পোস্ট করে তিনি নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট (Acting President of Venezuela) হিসেবে দাবি করেন।
ট্রাম্প মূলত পোস্টে যেই ছবিটি শেয়ার করেছে সে ট্রাম্প পোস্টে উইকিপিডিয়া-ধাঁচের একটি ছবি ব্যবহার করেছিলেন, যেখানে তাকে যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়। তবে বাস্তবে কোনো উইকিপিডিয়া তাকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি।
এই ঘটনা সামনে আসে এমন এক সময়ে, যখন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ট্রাম্প এর আগেই রদ্রিগেজকে হুঁশিয়ারি দিয়েছিলেন বলে জানা গেছে।

The post নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে দাবি ট্রাম্পের appeared first on MD360NEWS.














