Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- অর্থ উপার্জনের জন্য প্রত্যেকে কঠোর পরিশ্রম করেন। অনেক সময় পরিশ্রম করেও আর্থিক সংকটে পড়তে হয়। এর কারণ হিসাবে জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু বা অন্যান্য কোনো দোষের কারণে হতে পারে এই আর্থিক সংকট। তবে কিছু নিয়ম মেনে চললে কখনই অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হবেন না। তাই বাস্তু শাস্ত্র অনুসারে আপনার পার্সে কিছু বিশেষ জিনিস রাখুন। এতে আর্থিক অবস্থা আরও ভালো হবে। জেনে নিন সেগুলির সম্পর্কে —-
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
১. চালের দানা —- বাস্তু অনুসারে, যদি ধনী হতে চান তবে অবশ্যই আপনার পার্সে কিছু চালের দানা রাখুন। এর ফলে আপনার অবাঞ্ছিত খরচ কমবে এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে।
২. লাল কাগজ — যদি সম্পদ বাড়াতে চান, তাহলে বাস্তু অনুসারে, পার্সে একটি লাল রঙের কাগজে আপনার মনের সুপ্ত ইচ্ছা লিখে রাখুন। বিশ্বাস করা হয় যে লাল কাগজে আপনার ইচ্ছা লিখে পার্সে রাখলে, পার্স কখনও খালি হবে না।
৩. স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা —- মা লক্ষ্মীর পায়ের কাছে সোনা ও রৌপ্য মুদ্রা রাখুন আর তা পরে আপনার পার্সে রাখুন। এই প্রতিকার করার ফলে আপনার পার্স কখনই খালি হবে না এবং কখনও অর্থ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না।
৪. লক্ষ্মীর ছবি — মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় এবং বাস্তু অনুসারে, যে ব্যক্তি ধন লাভ করতে চান তিনি তার পার্সে বসে থাকা ভঙ্গিতে মা লক্ষ্মীর ছবি রাখুন। অর্থের অভাব কখনো হবে না।
পার্স একটু ছিঁড়ে একেবারে বদলে নিন। গৃহে ছেঁড়া মানিব্যাগ রাখলে রাহু গ্রহ দুর্বল হয়ে পড়ে। যার জন্য নানা সমস্যায় পড়তে হয়।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)