Bangla News Dunia, Pallab : বর্তমানে আমাদের দেশে ব্যবসা শুরু করতে চাইলে এমন একটি ক্ষেত্র আছে যা দীর্ঘমেয়াদি লাভ দিতে পারে সঙ্গে সামাজিক মর্যাদা ও স্থায়িত্ব—সবকিছু একসঙ্গে প্রদান করে থাকে। সেই ব্যবসাটি হল পেট্রোল পাম্প ডিলারশিপ। দেশে যানবাহনের সংখ্যা যেভাবে দ্রুত হারে বেড়েই চলেছে, তাতে পেট্রোল-ডিজেলের চাহিদা কখনও কমবে না। এর ফলে এই ব্যবসার ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল।
আরও পড়ুন : চাঁদে মানুষ পাঠাচ্ছে ভারত, ইতিহাস গড়ার পথে ISRO
পেট্রোল পাম্প ব্যবসার গুরুত্ব ও ভবিষ্যৎ
- যেকোনো অর্থনৈতিক মন্দার সময়েও এই ব্যবসা স্থিতিশীল থাকবে
- সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে
- দীর্ঘমেয়াদি আয় ও লাভের নিশ্চয়তা থাকবে
- ভবিষ্যতে EV চার্জিং স্টেশন সংযোজনের সুযোগ
- ডিজিটাল পেমেন্ট ও আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ সম্ভব
কোন কোন সংস্থা পেট্রোল পাম্প ডিলারশিপ দেয়?
ভারতের প্রধান তেল কোম্পানিগুলি হল:
- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL)
- ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL)
- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (HPCL)
এই সংস্থাগুলি বছরে একাধিকবার নতুন পাম্প স্থাপনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়:
- বিভিন্ন সরকারি ওয়েবসাইটে
- স্থানীয় ও জাতীয় সংবাদপত্রেও
- এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও রোজগার সংস্থায়
ডিলারশিপের জন্য যোগ্যতা (Eligibility Criteria)
বয়স সীমা:
- ২১ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তি আবেদন করতে পারবেন এক্ষেত্রে
শিক্ষাগত যোগ্যতা:
- গ্রামীণ ও সাধারণ এলাকায়: অন্তত মাধ্যমিক পাস থাকতে হবে
- শহর, জাতীয় সড়ক বা হাইওয়ে সংলগ্ন এলাকায়: স্নাতক ডিগ্রি আবশ্যক হতে হবে
আর্থিক ক্ষমতা:
- এক্ষেত্রে আবেদনকারীর হাতে যথেষ্ট পুঁজি থাকা দরকার যাতে পাম্প স্থাপন, যন্ত্রপাতি স্থাপন, স্টাফ নিয়োগ ও পরিচালনার খরচ সামলাতে পারেন।